
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে প্রতিবেদন দাবি করা সিনেটর বার্নি স্যান্ডার্সের প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। গত মঙ্গলবার রাতে ৭২-১১ ভোটে সিনেটররা প্রস্তাবটি বাতিল করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সিনেটে প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মাসের মধ্যে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সম্পর্কে কংগ্রেসে প্রতিবেদন দিতে বাধ্য থাকত। আর প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা পাঠানো বন্ধ হয়ে যেত।
এ ছাড়া, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে বিশ্বাসযোগ্য যে কোনো তথ্য সরবরাহের জন্য স্যান্ডার্সের প্রস্তাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা ছিল।
প্রস্তাবটি বাতিল হওয়ায় জো বাইডেন প্রশাসনের প্রতি বেশ কয়েকজন ডেমোক্র্যাটের উদ্বেগ প্রকাশ পেয়েছে। কারণ, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বেসামরিকদের মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৫ হাজারে। এ ছাড়া, আহত হয়েছে প্রায় ৬২ হাজার। তারপরও ইসরায়েলে মার্কিন নিরাপত্তা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবটির সমর্থন বক্তব্য দেওয়ার সময় সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, মার্কিন সহায়তা মানবাধিকার এবং আমাদের নিজস্ব আইন অনুসারে ব্যবহার করা হচ্ছে।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, সিনেট বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাবের দিকে তাকিয়েও কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ‘গাজার লাখ লাখ শিশু, নিষ্পাপ শিশু, আমাদের চোখের সামনেই ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করছে। আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমাদের অবশ্যই করণীয় আছে। ক্রমবর্ধমান মানবিক সংকট আমরা দেখতে পাচ্ছি। দুঃখজনকভাবে, জাতিসংঘ এবং অন্যান্যদের প্রচেষ্টা সত্ত্বেও মানবেতর জীবনযাপন করা মানুষদের কাছে সাহায্য পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি তাই আরও খারাপ হয়েছে।’
হোয়াইট হাউস এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে যে, এটি ইসরায়েলকে নিরাপত্তা সহায়তার শর্ত আরোপের পথকে প্রশস্ত করতে পারে। এই প্রস্তাবের বিরোধিতাকারী সিনেটররা বলেছেন যে, প্রস্তাবটি পাস করা হবে ভুল সময়ে ভুল বার্তা দেওয়া। কারণ, এখন আরও নির্দিষ্ট লক্ষ্যবস্তু কেন্দ্রিক অভিযানের দিকে যাওয়া কথা বলছে ইসরায়েল।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘প্রস্তাবটি কেবল ভিত্তিহীনই নয়, বিপজ্জনকও। এটা ভুল সময়ে ভুল বার্তা পাঠাতে পারে।’
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাঝে যুদ্ধবিমান থেকে শুরু করে শক্তিশালী বোমাও আছে। গাজায় চলমান সহিংসতার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অতিরিক্ত ১৪০০ কোটি ডলার সহায়তা অনুমোদন করতে কংগ্রেসকে বলেছেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে প্রতিবেদন দাবি করা সিনেটর বার্নি স্যান্ডার্সের প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। গত মঙ্গলবার রাতে ৭২-১১ ভোটে সিনেটররা প্রস্তাবটি বাতিল করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সিনেটে প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মাসের মধ্যে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো সম্পর্কে কংগ্রেসে প্রতিবেদন দিতে বাধ্য থাকত। আর প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা পাঠানো বন্ধ হয়ে যেত।
এ ছাড়া, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে বিশ্বাসযোগ্য যে কোনো তথ্য সরবরাহের জন্য স্যান্ডার্সের প্রস্তাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা ছিল।
প্রস্তাবটি বাতিল হওয়ায় জো বাইডেন প্রশাসনের প্রতি বেশ কয়েকজন ডেমোক্র্যাটের উদ্বেগ প্রকাশ পেয়েছে। কারণ, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বেসামরিকদের মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৫ হাজারে। এ ছাড়া, আহত হয়েছে প্রায় ৬২ হাজার। তারপরও ইসরায়েলে মার্কিন নিরাপত্তা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবটির সমর্থন বক্তব্য দেওয়ার সময় সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, মার্কিন সহায়তা মানবাধিকার এবং আমাদের নিজস্ব আইন অনুসারে ব্যবহার করা হচ্ছে।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, সিনেট বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাবের দিকে তাকিয়েও কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ‘গাজার লাখ লাখ শিশু, নিষ্পাপ শিশু, আমাদের চোখের সামনেই ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করছে। আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। আমাদের অবশ্যই করণীয় আছে। ক্রমবর্ধমান মানবিক সংকট আমরা দেখতে পাচ্ছি। দুঃখজনকভাবে, জাতিসংঘ এবং অন্যান্যদের প্রচেষ্টা সত্ত্বেও মানবেতর জীবনযাপন করা মানুষদের কাছে সাহায্য পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি তাই আরও খারাপ হয়েছে।’
হোয়াইট হাউস এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে যে, এটি ইসরায়েলকে নিরাপত্তা সহায়তার শর্ত আরোপের পথকে প্রশস্ত করতে পারে। এই প্রস্তাবের বিরোধিতাকারী সিনেটররা বলেছেন যে, প্রস্তাবটি পাস করা হবে ভুল সময়ে ভুল বার্তা দেওয়া। কারণ, এখন আরও নির্দিষ্ট লক্ষ্যবস্তু কেন্দ্রিক অভিযানের দিকে যাওয়া কথা বলছে ইসরায়েল।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘প্রস্তাবটি কেবল ভিত্তিহীনই নয়, বিপজ্জনকও। এটা ভুল সময়ে ভুল বার্তা পাঠাতে পারে।’
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাঝে যুদ্ধবিমান থেকে শুরু করে শক্তিশালী বোমাও আছে। গাজায় চলমান সহিংসতার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অতিরিক্ত ১৪০০ কোটি ডলার সহায়তা অনুমোদন করতে কংগ্রেসকে বলেছেন।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৫ ঘণ্টা আগে