
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বিমানের ধ্বংসাবশেষ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভারত পাকিস্তানে হামলার কথা ঘোষণার পরপরই বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। কিন্তু ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে না, এটি ভারতের নাকি পাকিস্তানের।
সিএনএনের স্থানীয় প্রতিবেদক মুখতার আহমেদ জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি অপরিচিত বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি ওয়ুয়ান গ্রামে ভেঙে পড়েছে, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
স্থানীয় বাসিন্দা আবদুল রশিদ সিএনএনকে বলেন, ‘আমরা একটি উড়ন্ত বিমানের শব্দ শুনি এবং তারপর একটি বড় বিস্ফোরণ হয়। আমরা আতঙ্কিত হয়ে ঘর থেকে ছুটে আসি এবং দেখি সেটিতে আগুন লেগে গেছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’

শ্রীনগরের ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন ডিউটি অফিসার সিএনএনকে জানিয়েছেন, ওয়ুয়ানের একটি স্কুল ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছি।’
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে ওয়ুয়ানের একটি লাল ইটের ভবনের পাশে একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

ধ্বংসাবশেষের ছবি দেখে তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি বিমানটি ভারতের নাকি পাকিস্তানের।
শ্রীনগরের স্থানীয়রা আজ বুধবার সকালে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাতে ভারত পাকিস্তানে বিমান হামলার কথা ঘোষণার কাছাকাছি সময়ে শব্দ শোনা গিয়েছিল।
এদিকে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কথা বলেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানও পাল্টা আক্রমণের কথা বলেছে। তারা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি। সীমান্তে অন্তত পাঁচজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
২৮ মিনিট আগে
গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ‘ইসলামঘেঁষা’ হয়ে উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। ওই কূটনীতিক বলেন, ‘আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।’
১ ঘণ্টা আগে
ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
২ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
৩ ঘণ্টা আগে