আজকের পত্রিকা ডেস্ক

গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। তারার প্রথমে দুটি এবং পরে আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের খবর নিশ্চিত করেন। সামরিক মুখপাত্রও এ তথ্য সমর্থন করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের বিমানবহরে যুক্ত হয়েছে এবং এটিকে তাদের সামরিক আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারা ভারতীয় গণমাধ্যমের প্রচারিত পাকিস্তানের ক্ষয়ক্ষতির খবরকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে।

গভীর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। তারার প্রথমে দুটি এবং পরে আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের খবর নিশ্চিত করেন। সামরিক মুখপাত্রও এ তথ্য সমর্থন করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি মনুষ্যবিহীন আকাশযানও (ড্রোন) ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের বিমানবহরে যুক্ত হয়েছে এবং এটিকে তাদের সামরিক আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে, তাদের কোনো যুদ্ধবিমান এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারা ভারতীয় গণমাধ্যমের প্রচারিত পাকিস্তানের ক্ষয়ক্ষতির খবরকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে