
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন
ইরানে ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সমাজের বিভিন্ন ভিন্নমতাবলম্বী অংশ এক হয়ে রাজপথে নেমেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সরকারপন্থী ব্যবসায়ী ও রক্ষণশীল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।