
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই লক্ষ্যে ছাড়ও দিতে প্রস্তুত তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীটি। এ ক্ষেত্রে তাঁর দাবি হলো, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।
ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস ও (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলো একটি ব্যাপক চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, (গাজা) উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, (গাজায়) যা ধ্বংস হয়েছে তার পুনর্গঠন এবং ব্যাপক (বন্দী-জিম্মি) অদলবদলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এ সময় হানিয়া জানান, হামাস গাজায় রক্তপাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাপক গুরুত্ব ও নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, হামাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ। এর আগে গত মে মাসের শেষ দিকে বাইডেন তিন ধাপে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা সমর্থিত হয়।
তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অগ্রহণযোগ্য’ সংশোধন দাবি করেছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যে পরিবর্তনগুলো আনতে বলেছে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
এদিকে, ইসরায়েলি প্রশাসনও মার্কিন সমর্থিত পরিকল্পনায় পরিবর্তনের জন্য জোর দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে এবং হামাসের ধ্বংসসহ ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি আসবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হামাস বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই লক্ষ্যে ছাড়ও দিতে প্রস্তুত তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠীটি। এ ক্ষেত্রে তাঁর দাবি হলো, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা পুনর্গঠন, ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। গতকাল রোববার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেন।
ইসমাইল হানিয়া বলেন, ‘হামাস ও (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলো একটি ব্যাপক চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, (গাজা) উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, (গাজায়) যা ধ্বংস হয়েছে তার পুনর্গঠন এবং ব্যাপক (বন্দী-জিম্মি) অদলবদলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এ সময় হানিয়া জানান, হামাস গাজায় রক্তপাত বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ব্যাপক গুরুত্ব ও নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, হামাস যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ। এর আগে গত মে মাসের শেষ দিকে বাইডেন তিন ধাপে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তা সমর্থিত হয়।
তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অগ্রহণযোগ্য’ সংশোধন দাবি করেছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যে পরিবর্তনগুলো আনতে বলেছে, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
এদিকে, ইসরায়েলি প্রশাসনও মার্কিন সমর্থিত পরিকল্পনায় পরিবর্তনের জন্য জোর দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে এবং হামাসের ধ্বংসসহ ‘নিরঙ্কুশ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি আসবে না।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে