
সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।
নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।
হজ সম্পর্কিত আরও পড়ুন:

সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।
নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’
প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।
হজ সম্পর্কিত আরও পড়ুন:

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে