
দুবাইয়ের মাটি থেকে ১ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত একটি বিশাল পেন্টহাউস সম্প্রতি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। ২১ হাজার বর্গফুটের এই ডুপ্লেক্স পেন্টহাউসটি রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার মধ্যে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। এই বিলাসবহুল বাসভবন দুবাই শহর, আরব সাগর এবং মরুভূমির মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
দুবাই রিয়েল এস্টেট এই পেন্টহাউজটি বিক্রির ঘোষণা দিয়েছে। যারা দাবি করছে যে, এই পেন্টহাউসটি দুবাই শহরের মাটি থেকে ১ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। তবে সুনির্দিষ্ট পরিমাপ না থাকায় এটি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত সেন্ট্রাল পার্ক টাওয়ারের পেন্টহাউসেকে (১ হাজার ৫৫০ ফিট উচ্চুতে) ছাড়িয়ে গেছে কিনা তা বলা যায় না।
এই বিলাসবহুল পেন্টহাউজে বুর্জ খলিফার একান্ত ব্যক্তিগত এলিভেটর দিয়ে পৌঁছানো যায়, যা বাসিন্দাদের গোপনীয়তা নিশ্চিত করে। পেন্টাহাউজটি দুই তলা বিশিষ্ট এবং এর আয়তন ২১ হাজার বর্গফুট। ডুপ্লেক্স এ পেন্টহাউজের প্রধান স্তরের আয়তন ১৪ হাজার বর্গফুট এবং ওপরের স্তরটি আরও ৭ হাজার বর্গফুট আয়তন।
এটি পুরো ডাউনটাইন দুবাই অঞ্চলের সবচেয়ে বড় আবাসিক ইউনিট। এই বিশাল বাসভবনটি ফ্লোর-টু-ফ্লোর (যেসব জানালা মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত) জানালা দিয়ে সাজানো, যা আশপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাহায্য করে।
এ ছাড়া এই পেন্টহাউসে রয়েছে—একাধিক শয়নকক্ষ এবং অতিথিদের জন্য রয়েছে অত্যাধুনিক বিনোদন এলাকা। এই বাসভবনটিতে একাধিক প্রিমিয়াম সুবিধা রয়েছে, যেমন: প্রাইভেট লাউঞ্জ, প্রাইভেট সুইমিংপুল, স্পা, একটি অত্যাধুনিক ফিটনেস সেন্টার, এবং জাপানি বাগান।

পুরো বাড়িতে ২৪-ঘণ্টার কনসিয়ার্জ সেবা রয়েছে, যা বাসিন্দাদের যে কোন চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সর্বদা প্রস্তুত থাকে।
এই পেন্টহাউসের আকর্ষণীয় দিক হলো—এটি নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। এটি আগ্রহী ক্রেতাদের জন্য একটি খালি ক্যানভাস। এখানে পছন্দ অনুযায়ী ঘরের অভ্যন্তরীণ ডিজাইন তৈরি করা সম্ভব হবে। বাসিন্দারা সাধারণ দোকান থেকে আসবাব কিনতে না চাইতে নাই পারে। তারা পছন্দের স্থাপত্য ডিজাইন অনুসারে পেন্টহাউজ সাজাবেন, যাতে বিশাল স্থানটি তাদের নিজের পছন্দের আদলে সাজানো যায়।
ইনভেস্ট দুবাই রিয়েল এস্টেট জানিয়েছে, এটি ‘শেল অ্যান্ড কোর’ ইউনিট হিসেবে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, যার ফলে নতুন মালিক নিজের পছন্দমতো ডিজাইন ও সাজাতে পারবেন পারবেন। এ ছাড়া, এটি বুর্জ খলিফার একমাত্র পেন্টহাউস, যেখানে ব্যক্তিগত এলিভেটর এবং সুইমিং পুলের সুবিধা রয়েছে।
তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন

দুবাইয়ের মাটি থেকে ১ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত একটি বিশাল পেন্টহাউস সম্প্রতি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। ২১ হাজার বর্গফুটের এই ডুপ্লেক্স পেন্টহাউসটি রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার মধ্যে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। এই বিলাসবহুল বাসভবন দুবাই শহর, আরব সাগর এবং মরুভূমির মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
দুবাই রিয়েল এস্টেট এই পেন্টহাউজটি বিক্রির ঘোষণা দিয়েছে। যারা দাবি করছে যে, এই পেন্টহাউসটি দুবাই শহরের মাটি থেকে ১ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। তবে সুনির্দিষ্ট পরিমাপ না থাকায় এটি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত সেন্ট্রাল পার্ক টাওয়ারের পেন্টহাউসেকে (১ হাজার ৫৫০ ফিট উচ্চুতে) ছাড়িয়ে গেছে কিনা তা বলা যায় না।
এই বিলাসবহুল পেন্টহাউজে বুর্জ খলিফার একান্ত ব্যক্তিগত এলিভেটর দিয়ে পৌঁছানো যায়, যা বাসিন্দাদের গোপনীয়তা নিশ্চিত করে। পেন্টাহাউজটি দুই তলা বিশিষ্ট এবং এর আয়তন ২১ হাজার বর্গফুট। ডুপ্লেক্স এ পেন্টহাউজের প্রধান স্তরের আয়তন ১৪ হাজার বর্গফুট এবং ওপরের স্তরটি আরও ৭ হাজার বর্গফুট আয়তন।
এটি পুরো ডাউনটাইন দুবাই অঞ্চলের সবচেয়ে বড় আবাসিক ইউনিট। এই বিশাল বাসভবনটি ফ্লোর-টু-ফ্লোর (যেসব জানালা মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত) জানালা দিয়ে সাজানো, যা আশপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাহায্য করে।
এ ছাড়া এই পেন্টহাউসে রয়েছে—একাধিক শয়নকক্ষ এবং অতিথিদের জন্য রয়েছে অত্যাধুনিক বিনোদন এলাকা। এই বাসভবনটিতে একাধিক প্রিমিয়াম সুবিধা রয়েছে, যেমন: প্রাইভেট লাউঞ্জ, প্রাইভেট সুইমিংপুল, স্পা, একটি অত্যাধুনিক ফিটনেস সেন্টার, এবং জাপানি বাগান।

পুরো বাড়িতে ২৪-ঘণ্টার কনসিয়ার্জ সেবা রয়েছে, যা বাসিন্দাদের যে কোন চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সর্বদা প্রস্তুত থাকে।
এই পেন্টহাউসের আকর্ষণীয় দিক হলো—এটি নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। এটি আগ্রহী ক্রেতাদের জন্য একটি খালি ক্যানভাস। এখানে পছন্দ অনুযায়ী ঘরের অভ্যন্তরীণ ডিজাইন তৈরি করা সম্ভব হবে। বাসিন্দারা সাধারণ দোকান থেকে আসবাব কিনতে না চাইতে নাই পারে। তারা পছন্দের স্থাপত্য ডিজাইন অনুসারে পেন্টহাউজ সাজাবেন, যাতে বিশাল স্থানটি তাদের নিজের পছন্দের আদলে সাজানো যায়।
ইনভেস্ট দুবাই রিয়েল এস্টেট জানিয়েছে, এটি ‘শেল অ্যান্ড কোর’ ইউনিট হিসেবে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, যার ফলে নতুন মালিক নিজের পছন্দমতো ডিজাইন ও সাজাতে পারবেন পারবেন। এ ছাড়া, এটি বুর্জ খলিফার একমাত্র পেন্টহাউস, যেখানে ব্যক্তিগত এলিভেটর এবং সুইমিং পুলের সুবিধা রয়েছে।
তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
১ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে