
ভারতীয় পর্যটকদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে যাচ্ছে দুবাই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম (ডিইটি) এই উদ্যোগের কথা জানিয়েছে।
ডিইটির ঘোষণায় আরও বলা হয়েছে, দুবাইয়ের ভারতীয় দর্শনার্থীদের ঢলের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দুবাইয়ে ভারতীয় দর্শনার্থীদের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে, যা আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে, পর্যটনকে উদ্দীপিত করতে এবং ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করতে কৌশলগতভাবে পাঁচ বছরের ভিসা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে দুবাই।
এই নতুন ভিসায় ভারতীয় পর্যটকেরা একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। তাঁরা প্রাথমিকভাবে ৯০ দিন থাকতে পারবেন এবং বাড়িয়ে এটি বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত করা যায়।
বিভিন্ন রকমের ভ্রমণের ধরন মাথায় রেখেই এই ভিসা ডিজাইন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যবসা বা অবকাশ যাপনের নানা সুযোগ-সুবিধা।
ডিইটি জোর দিয়ে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পর্যটকেরা একাধিকবার আরব-আমিরাতে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়িক অংশগ্রহণের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ ও অবসর ভ্রমণের সুযোগ পাবেন।
দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রক্সিমিটি মার্কেটের আঞ্চলিক প্রধান বদর আলী হাবিব দেশটির পর্যটন খাতে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, ২০২৩ সালে অভ্যন্তরীণ পর্যটনে ভারতের অবদান রেকর্ড ছাড়িয়ে গেছে।

ভারতীয় পর্যটকদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে যাচ্ছে দুবাই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম (ডিইটি) এই উদ্যোগের কথা জানিয়েছে।
ডিইটির ঘোষণায় আরও বলা হয়েছে, দুবাইয়ের ভারতীয় দর্শনার্থীদের ঢলের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দুবাইয়ে ভারতীয় দর্শনার্থীদের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে, যা আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে, পর্যটনকে উদ্দীপিত করতে এবং ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করতে কৌশলগতভাবে পাঁচ বছরের ভিসা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে দুবাই।
এই নতুন ভিসায় ভারতীয় পর্যটকেরা একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। তাঁরা প্রাথমিকভাবে ৯০ দিন থাকতে পারবেন এবং বাড়িয়ে এটি বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত করা যায়।
বিভিন্ন রকমের ভ্রমণের ধরন মাথায় রেখেই এই ভিসা ডিজাইন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যবসা বা অবকাশ যাপনের নানা সুযোগ-সুবিধা।
ডিইটি জোর দিয়ে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পর্যটকেরা একাধিকবার আরব-আমিরাতে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়িক অংশগ্রহণের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ ও অবসর ভ্রমণের সুযোগ পাবেন।
দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রক্সিমিটি মার্কেটের আঞ্চলিক প্রধান বদর আলী হাবিব দেশটির পর্যটন খাতে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, ২০২৩ সালে অভ্যন্তরীণ পর্যটনে ভারতের অবদান রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১০ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১৩ ঘণ্টা আগে