Ajker Patrika

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮: ০৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এবার চালু হতে চলেছে ভারতে। এয়ারটেলের সঙ্গে স্পেসএক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে সেই কোম্পানিগুলো কারা, তা এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবে ভারতীয় গ্রাহকেরা। পাশাপাশি স্পেসএক্সের সব পণ্য এবার পাওয়া যাবে শুধু এয়ারটেলের বিপণি থেকে। ভারতীয় এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল এসব কথা জানিয়েছেন।

গোপাল মঙ্গলবার বলেন, ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উন্নততর ইন্টারনেট পরিষেবা অনেক দ্রুত, সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে।

স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল বলেন, ‘এয়ারটেলের সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে বড় প্রাপ্তি। ভারতে ইন্টারনেট পরিষেবার রূপান্তর ঘটাব আমরা।’

৮ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই অংশীদারত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। স্টারলিংক প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে।

কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে অবকাঠামোগত সহায়তা দেবে, আবার কিছু স্থানে হাই-টেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবমুক্ত হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ এখনো সীমিত, আর প্রত্যন্ত এলাকাগুলোয় লোডশেডিং বড় সমস্যা। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে এবং উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত