অনলাইন ডেস্ক
টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এবার চালু হতে চলেছে ভারতে। এয়ারটেলের সঙ্গে স্পেসএক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে সেই কোম্পানিগুলো কারা, তা এখনো প্রকাশ্যে আসেনি।
এদিকে স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবে ভারতীয় গ্রাহকেরা। পাশাপাশি স্পেসএক্সের সব পণ্য এবার পাওয়া যাবে শুধু এয়ারটেলের বিপণি থেকে। ভারতীয় এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল এসব কথা জানিয়েছেন।
গোপাল মঙ্গলবার বলেন, ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উন্নততর ইন্টারনেট পরিষেবা অনেক দ্রুত, সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে।
স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল বলেন, ‘এয়ারটেলের সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে বড় প্রাপ্তি। ভারতে ইন্টারনেট পরিষেবার রূপান্তর ঘটাব আমরা।’
৮ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই অংশীদারত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। স্টারলিংক প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে।
কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে অবকাঠামোগত সহায়তা দেবে, আবার কিছু স্থানে হাই-টেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবমুক্ত হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ এখনো সীমিত, আর প্রত্যন্ত এলাকাগুলোয় লোডশেডিং বড় সমস্যা। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে এবং উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
আরও খবর পড়ুন:
টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এবার চালু হতে চলেছে ভারতে। এয়ারটেলের সঙ্গে স্পেসএক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে সেই কোম্পানিগুলো কারা, তা এখনো প্রকাশ্যে আসেনি।
এদিকে স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবে ভারতীয় গ্রাহকেরা। পাশাপাশি স্পেসএক্সের সব পণ্য এবার পাওয়া যাবে শুধু এয়ারটেলের বিপণি থেকে। ভারতীয় এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল এসব কথা জানিয়েছেন।
গোপাল মঙ্গলবার বলেন, ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উন্নততর ইন্টারনেট পরিষেবা অনেক দ্রুত, সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে।
স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল বলেন, ‘এয়ারটেলের সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে বড় প্রাপ্তি। ভারতে ইন্টারনেট পরিষেবার রূপান্তর ঘটাব আমরা।’
৮ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই অংশীদারত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। স্টারলিংক প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে।
কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে অবকাঠামোগত সহায়তা দেবে, আবার কিছু স্থানে হাই-টেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবমুক্ত হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ এখনো সীমিত, আর প্রত্যন্ত এলাকাগুলোয় লোডশেডিং বড় সমস্যা। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে এবং উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
আরও খবর পড়ুন:
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তুরস্কজুড়ে। গত আট দিনে বিক্ষোভকারীদের দমন করতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে এরদোয়ানের প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত ৭ সাংবাদিকসহ প্রায় ১ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার
৩৯ মিনিট আগেঅভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ এনেছে ভারতের মোদি সরকার। আজ বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পাশ হয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
১ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুরের ছবি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীদের মধ্যে জায়গা পেয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ‘পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া’ আঞ্চলিক ক্যাটাগরিতে ঠাঁই পাওয়া এই ছবিটি তুলেছেন বাংলাদেশি ফটোসাংবাদিক শুভ্র কান্তি দাস।
২ ঘণ্টা আগেমিসরের লোহিত সাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে