Ajker Patrika

রেললাইনে বসে ফোনে কথা বলছিলেন, ট্রেন আসতে দেখে শুয়ে পড়েন যুবদল নেতা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩: ৩৪
নোয়াব মিয়া। ছবি: সংগৃহীত
নোয়াব মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোয়াব মিয়া উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্যে জানা যায়, ট্রেনটি আসতে দেখে নোয়াব মিয়া ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামের রেলক্রসিংয়ের অদূরে রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর নামের ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত