
ইউক্রেনকে যত দিন প্রয়োজন প্রতিবছর ৩০০ কোটি পাউন্ড বা ৪১ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে তাঁর দ্বিতীয় দফার সফরের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে প্রতিবছর তিন বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যত দিন প্রয়োজন এই সহায়তা দেওয়া হবে।’ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া এই সহায়তা প্যাকেজই সবচেয়ে বড়।
কিয়েভ সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত অস্ত্রসহায়তা নিশ্চিত করার বিষয়টিকে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও ঘোষণা করেন।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন, তাঁর দেশ ২০২৪-২৫ সালে ইউক্রেনকে ২৫০ কোটি ব্রিটিশ পাউন্ড সামরিক সহায়তা দেবে। যা আগের দুই বছরের তুলনায় ২০০ মিলিয়ন পাউন্ড বেশি। তবে তিনি এরপর আর কোনো প্রতিশ্রুতি দেননি। সর্বশেষ, ক্যামেরনের তরফ থেকে এই সহায়তার ঘোষণা এল।
এদিকে, যুক্তরাজ্য আগামী ১০ বছরে ব্রিটিশ অস্ত্রশিল্পে আরও এক হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে, যাতে দেশীয় অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হয়। মূলত, এই উৎপাদনের লক্ষ্য—ইউক্রেনের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সামরিক সহায়তা নিশ্চিত করা এবং কিয়েভে অস্ত্রের প্রবাহ বজায় রাখা। এ ছাড়া, যতক্ষণ সময় লাগে ততক্ষণ যুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত রাখা।
এ ছাড়া, ইউক্রেনে বাড়তি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করার প্রতিও গুরুত্বারোপ করেন ক্যামেরন। তিনি বলেন, ‘ইউক্রেনের জরুরি সক্ষমতার প্রয়োজনীয়তা পূরণে আন্তর্জাতিক তহবিলে অতিরিক্ত অবদান নিশ্চিত করতে আগামী (জুন) মাসে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের একত্র করবে।’

ইউক্রেনকে যত দিন প্রয়োজন প্রতিবছর ৩০০ কোটি পাউন্ড বা ৪১ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে তাঁর দ্বিতীয় দফার সফরের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে প্রতিবছর তিন বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যত দিন প্রয়োজন এই সহায়তা দেওয়া হবে।’ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া এই সহায়তা প্যাকেজই সবচেয়ে বড়।
কিয়েভ সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত অস্ত্রসহায়তা নিশ্চিত করার বিষয়টিকে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও ঘোষণা করেন।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন, তাঁর দেশ ২০২৪-২৫ সালে ইউক্রেনকে ২৫০ কোটি ব্রিটিশ পাউন্ড সামরিক সহায়তা দেবে। যা আগের দুই বছরের তুলনায় ২০০ মিলিয়ন পাউন্ড বেশি। তবে তিনি এরপর আর কোনো প্রতিশ্রুতি দেননি। সর্বশেষ, ক্যামেরনের তরফ থেকে এই সহায়তার ঘোষণা এল।
এদিকে, যুক্তরাজ্য আগামী ১০ বছরে ব্রিটিশ অস্ত্রশিল্পে আরও এক হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে, যাতে দেশীয় অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হয়। মূলত, এই উৎপাদনের লক্ষ্য—ইউক্রেনের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সামরিক সহায়তা নিশ্চিত করা এবং কিয়েভে অস্ত্রের প্রবাহ বজায় রাখা। এ ছাড়া, যতক্ষণ সময় লাগে ততক্ষণ যুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত রাখা।
এ ছাড়া, ইউক্রেনে বাড়তি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করার প্রতিও গুরুত্বারোপ করেন ক্যামেরন। তিনি বলেন, ‘ইউক্রেনের জরুরি সক্ষমতার প্রয়োজনীয়তা পূরণে আন্তর্জাতিক তহবিলে অতিরিক্ত অবদান নিশ্চিত করতে আগামী (জুন) মাসে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের একত্র করবে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে