
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের ওপর রাশিয়ার মদদে সাইবার হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আজ সোমবার রাশিয়া থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে বার্লিন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি জানা গেছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গত সপ্তাহে বলেছিলেন যে, সদ্য সমাপ্ত একটি সরকারি তদন্তে পাওয়া গেছে—শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের লক্ষ্য করে সাইবার আক্রমণটি চালিয়েছিল এপিটি-২৮ নামের একটি গ্রুপ। এই গ্রুপকে নিয়ন্ত্রণ করে রুশ সামরিক গোয়েন্দারা। যার অর্থ, রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জার্মানিতে চালানো হয়েছে এই সাইবার হামলা।
তবে জার্মানির এসব অভিযোগ ‘অপ্রমাণিত এবং ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ সোমবার বার্লিনে সংবাদ সম্মেলনে বলেছেন যে, রাশিয়ায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফকে পরামর্শের জন্য ফেরত আনা হয়েছে। তিনি এক সপ্তাহের জন্য বার্লিনে থাকবেন এবং তারপর মস্কোয় ফিরে যাবেন।
জার্মান সরকার সাইবার আক্রমণকে খুব গুরুত্ব সহকারে নেয় বলেও জানান এই মুখপাত্র। তিনি আরও বলেন, এই সাইবার আক্রমণকে জার্মানির উদার গণতন্ত্রের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে সরকার।
এপিটি-২৮ নামের গ্রুপটি ফ্যানসি বিয়ার নামেও পরিচিত। এই গ্রুপটির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে সাইবার হামলার কয়েক ডজন অভিযোগ রয়েছে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলার কথা প্রকাশ্যে আসে গত বছর। বার্লিনের মতে, পার্টির সদস্যদের ইমেইল অ্যাকাউন্টগুলোতে নিরাপত্তাজনিত কিছু দুর্বলতা ছিল। এসব দুর্বলতা সম্পর্কে আগে থেকে জানতেন না পার্টির সদস্যরা। আর এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে হ্যাকাররা।
গত সপ্তাহে এই ঘটনায় রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল বার্লিন।
গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রও বলেছিল যে, মাইক্রোসফট আউটলুকের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এপিটি-২৮ গ্রুপ। এর আগে ২০২৩ সালেও গ্রুপটির সাইবার আক্রমণের শিকার হয়েছিল বলে অভিযোগে জানিয়েছে চেক প্রজাতন্ত্র।
ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশের ওপর হামলার ফলে সংস্থাটি মস্কোকে ‘সাইবার স্পেসে দূষিত আচরণের’ পরিণতি সম্পর্কে সতর্ক করতে বাধ্য হয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের ওপর রাশিয়ার মদদে সাইবার হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আজ সোমবার রাশিয়া থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে বার্লিন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি জানা গেছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গত সপ্তাহে বলেছিলেন যে, সদ্য সমাপ্ত একটি সরকারি তদন্তে পাওয়া গেছে—শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের লক্ষ্য করে সাইবার আক্রমণটি চালিয়েছিল এপিটি-২৮ নামের একটি গ্রুপ। এই গ্রুপকে নিয়ন্ত্রণ করে রুশ সামরিক গোয়েন্দারা। যার অর্থ, রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জার্মানিতে চালানো হয়েছে এই সাইবার হামলা।
তবে জার্মানির এসব অভিযোগ ‘অপ্রমাণিত এবং ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ সোমবার বার্লিনে সংবাদ সম্মেলনে বলেছেন যে, রাশিয়ায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফকে পরামর্শের জন্য ফেরত আনা হয়েছে। তিনি এক সপ্তাহের জন্য বার্লিনে থাকবেন এবং তারপর মস্কোয় ফিরে যাবেন।
জার্মান সরকার সাইবার আক্রমণকে খুব গুরুত্ব সহকারে নেয় বলেও জানান এই মুখপাত্র। তিনি আরও বলেন, এই সাইবার আক্রমণকে জার্মানির উদার গণতন্ত্রের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে সরকার।
এপিটি-২৮ নামের গ্রুপটি ফ্যানসি বিয়ার নামেও পরিচিত। এই গ্রুপটির বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে সাইবার হামলার কয়েক ডজন অভিযোগ রয়েছে।
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলার কথা প্রকাশ্যে আসে গত বছর। বার্লিনের মতে, পার্টির সদস্যদের ইমেইল অ্যাকাউন্টগুলোতে নিরাপত্তাজনিত কিছু দুর্বলতা ছিল। এসব দুর্বলতা সম্পর্কে আগে থেকে জানতেন না পার্টির সদস্যরা। আর এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে হ্যাকাররা।
গত সপ্তাহে এই ঘটনায় রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল বার্লিন।
গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রও বলেছিল যে, মাইক্রোসফট আউটলুকের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে এপিটি-২৮ গ্রুপ। এর আগে ২০২৩ সালেও গ্রুপটির সাইবার আক্রমণের শিকার হয়েছিল বলে অভিযোগে জানিয়েছে চেক প্রজাতন্ত্র।
ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশের ওপর হামলার ফলে সংস্থাটি মস্কোকে ‘সাইবার স্পেসে দূষিত আচরণের’ পরিণতি সম্পর্কে সতর্ক করতে বাধ্য হয়েছে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর রানা সানাউল্লাহ পাকিস্তানের শীর্ষ পাঁচ ব্যক্তিত্বের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে এই আস্থার পরিবেশ তৈরি না হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।
৬ মিনিট আগে
আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ করো’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
৪ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে