
ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।
ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের (ওইউপি) ভারতীয় শাখা প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি বইয়ে সপ্তদশ শতকের মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত ও যাচাইহীন তথ্য উপস্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। ‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ শিরোনামের ওই বইটি ২০০৩ সালে মার্কিন লেখক জেমস
২৪ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর হোয়াইট হাউস কত দিন সরাসরি নজরদারি বজায় রাখবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’ এক বছরের বেশি সময় হবে কি না, জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি বলব, তার চেয়েও অনেক বেশি।’
৩৯ মিনিট আগে
এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্দেশীয় অপরাধচক্রের প্রধান হিসেবে অভিযুক্ত ‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে শেষ পর্যন্ত নিজ দেশ চীনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গত বছর তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার তিন মাসের মাথায় তাঁকে গ্রেপ্তার করে চীনের কাছে হস্তান্তর করেছে কম্বোডিয়া।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত—এই পরিচয়েই সাধারণত ভেনেজুয়েলাকে চেনে সবাই। কিন্তু তেলের বাইরেও দেশটির মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল সম্পদ। খনিজ, প্রাকৃতিক গ্যাস, সোনা—সব মিলিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশ দীর্ঘদিন ধরে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
১ ঘণ্টা আগে