
কৃষ্ণসাগরে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে বন্দরনগরী ওদেসায় গতকাল শনিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত মাসে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়ার পর আরও একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করল ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্নেক আইল্যান্ডে নোঙর করা একটি জাহাজে বের্যাক্টার ড্রোনের হামলা করা হয়েছে। এই দ্বীপের কাছে আগামী ৯ মে রুশ বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছে, স্নেক আইল্যান্ডে রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জাহাজে আগুন জ্বলার ছবিও দেখা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খুব শিগগির ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে খারকিভ শহরের বাইরে তাড়িয়ে দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।
এদিকে ইউক্রেনের স্থানীয় গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, গতকাল শনিবার সকালে ওদেশায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘ইউক্রেনের আরসিজ শহরে বিমান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা।’ তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সবচেয়ে উন্নত ট্যাংক ‘টি-৯০ এম’ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। চলমান যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে এবং রুশ বাহিনীকে পুনর্গঠন করতেও অনেক অর্থ ব্যয় করতে হবে।

কৃষ্ণসাগরে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে বন্দরনগরী ওদেসায় গতকাল শনিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত মাসে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়ার পর আরও একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করল ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্নেক আইল্যান্ডে নোঙর করা একটি জাহাজে বের্যাক্টার ড্রোনের হামলা করা হয়েছে। এই দ্বীপের কাছে আগামী ৯ মে রুশ বাহিনীর ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছে, স্নেক আইল্যান্ডে রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জাহাজে আগুন জ্বলার ছবিও দেখা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খুব শিগগির ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে খারকিভ শহরের বাইরে তাড়িয়ে দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে।
এদিকে ইউক্রেনের স্থানীয় গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, গতকাল শনিবার সকালে ওদেশায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘ইউক্রেনের আরসিজ শহরে বিমান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা।’ তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার সবচেয়ে উন্নত ট্যাংক ‘টি-৯০ এম’ ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। চলমান যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে এবং রুশ বাহিনীকে পুনর্গঠন করতেও অনেক অর্থ ব্যয় করতে হবে।

চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২৮ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
১ ঘণ্টা আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২ ঘণ্টা আগে