
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ শনিবার ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা পিএর প্রতিবেদন অনুযায়ী, স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হয়েছে আজ। বিক্ষোভের আয়োজকেরা বলেছেন, ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে লন্ডনের রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছে।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমস এলাকায় জড়ো হয়েছে মানুষ। সেখানে এক নারীকে মাইক হাতে বলতে শোনা যায়, এখানে আজ ৮ লাখের বেশি মানুষ জড়ো হয়েছে। এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। ব্রিটেনের ইতিহাসের এটি দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ। এর আগে লন্ডন মহানগর পুলিশ জানিয়েছিল, প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে।
বার্তা সংস্থা পিএর এক প্রতিবেদককে সমাবেশে যুক্তরাজ্যের সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ভক্সহলে বিক্ষোভে অংশ নিয়ে ম্যাকডোনেল বলেন, লেবার পার্টির প্রধান কেইর স্টার্মারকে গাজায় যুদ্ধবিরতির দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই বিক্ষোভকে এই দাবির পক্ষে ‘বিশাল সমর্থন’ বলে বর্ণনা করেন তিনি।
গাজায় গত ৩৫ দিনের স্থল ও বিমান হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। জাতিসংঘ বলছে, গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়েছেন ইসরায়েলের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। বিক্ষোভ চলছে পুরো ইউরোপ ও আমেরিকায়।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ শনিবার ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা পিএর প্রতিবেদন অনুযায়ী, স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হয়েছে আজ। বিক্ষোভের আয়োজকেরা বলেছেন, ৮ লাখের বেশি মানুষ ফিলিস্তিনের পক্ষে লন্ডনের রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছে।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমস এলাকায় জড়ো হয়েছে মানুষ। সেখানে এক নারীকে মাইক হাতে বলতে শোনা যায়, এখানে আজ ৮ লাখের বেশি মানুষ জড়ো হয়েছে। এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। ব্রিটেনের ইতিহাসের এটি দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ। এর আগে লন্ডন মহানগর পুলিশ জানিয়েছিল, প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে।
বার্তা সংস্থা পিএর এক প্রতিবেদককে সমাবেশে যুক্তরাজ্যের সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ভক্সহলে বিক্ষোভে অংশ নিয়ে ম্যাকডোনেল বলেন, লেবার পার্টির প্রধান কেইর স্টার্মারকে গাজায় যুদ্ধবিরতির দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই বিক্ষোভকে এই দাবির পক্ষে ‘বিশাল সমর্থন’ বলে বর্ণনা করেন তিনি।
গাজায় গত ৩৫ দিনের স্থল ও বিমান হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। জাতিসংঘ বলছে, গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়েছেন ইসরায়েলের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। বিক্ষোভ চলছে পুরো ইউরোপ ও আমেরিকায়।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে