
ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা করেছে। প্রতিবাদে বিক্ষোভের দ্বিতীয় পর্যায়ে ১০ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন। এতে যোগ দিয়েছে দেশটির বাম সংগঠনগুলোর আটটি ইউনিয়ন।
বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভের সময় প্যারিসহ বিভিন্ন শহরের বিদ্যালয়, গণপরিবহন ও তেল শোধনাগারের কার্যক্রম ব্যাহত হয়। আজ মঙ্গলবারের বিক্ষোভে গত ১৯ জানুয়ারির বিক্ষোভের চেয়ে অনেক বেশি মানুষ অংশ নেয়।
এরপরও ইমানুয়েল মাখোঁ সরকার চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর বিলটি পাস করতে এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। যদিও দুই তৃতীয়াংশ সংসদ সদস্য এই বিলের বিরুদ্ধে রয়েছেন বলে জানা গেছে।
আজ প্যারিসের দ্যু-ইতাল প্রাসাদের সামনে বিক্ষোভ শুরু হওয়ার আগেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর তুলুস, মার্সেল, নিস এবং উত্তরাঞ্চলের শহর সেন্ট নাজার, নান্ত ও রেনেতে হাজারো মানুষ সড়কে নেমে পড়েন। সাম্প্রতিক সময়ে সরকার–বিরোধী বৃহত্তম বিক্ষোভ দেখছে ফ্রান্স।
এদিকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের রাখতে ১১ হাজার পুলিশ সদস্যকে ফ্রান্সের ২০০টি ছোট বড় শহরে মোতায়েন করা হয়েছে।
মার্সেলে আন্দোলনে অংশ নিয়ে কট্টর বামপন্থী নেতা জ্যঁ লুক মেলেসোঁ বিবিসিকে বলেন, ‘মাখোঁর পরাজয় সুনিশ্চিত। কেউ চায় না তাঁর এই বিল পাস হোক। দিন যাচ্ছে, এই বিলের বিপক্ষে মানুষের সংখ্যা বাড়ছে।’
প্যারিসে বিক্ষোভে অংশ নেওয়া কারিমা (৬২) নামের এক নারী বলেন, ‘এই আইন নারীদের জন্য আরও বেশি অমানবিক। আমাদের অনেকেরই চাকরির বয়স শেষ। এরপরও পেনশন পেতে হলে এখন পুরুষের চেয়ে বেশি কাজ করতে হবে।’
মুলহোসেঁ শহরে বিক্ষোভে অংশ নেওয়া সিলভি বলেন, ‘আমার বয়স ৫৭ বছর। এই প্রথম আমি সরকারের কোনো বিলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছি।’
এদিকে ফ্রান্সের অর্থনীতিবিদ অধ্যাপক ফিলিপ আঘোঁ বিবিসিকে বলেন, ‘এই বিল পাস হওয়া ফ্রান্সের জন্য প্রয়োজন। কেননা দেশটি ১৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে রয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার বয়স বাড়ালে কর্মসংস্থানের হার বাড়বে, এতে সরকারকে বিনিয়োগের আত্মবিশ্বাস জোগাবে। কেননা ফ্রান্সের অনেক বিদ্যালয় ও হাসপাতাল উন্নয়নের পাশাপাশি প্রযুক্তি ও সবুজ শিল্পায়নে বিনিয়োগ দরকার।’

ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা করেছে। প্রতিবাদে বিক্ষোভের দ্বিতীয় পর্যায়ে ১০ লাখ মানুষ রাজপথে নেমে এসেছেন। এতে যোগ দিয়েছে দেশটির বাম সংগঠনগুলোর আটটি ইউনিয়ন।
বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভের সময় প্যারিসহ বিভিন্ন শহরের বিদ্যালয়, গণপরিবহন ও তেল শোধনাগারের কার্যক্রম ব্যাহত হয়। আজ মঙ্গলবারের বিক্ষোভে গত ১৯ জানুয়ারির বিক্ষোভের চেয়ে অনেক বেশি মানুষ অংশ নেয়।
এরপরও ইমানুয়েল মাখোঁ সরকার চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর বিলটি পাস করতে এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে বিলটি সংসদে উত্থাপন করা হবে। যদিও দুই তৃতীয়াংশ সংসদ সদস্য এই বিলের বিরুদ্ধে রয়েছেন বলে জানা গেছে।
আজ প্যারিসের দ্যু-ইতাল প্রাসাদের সামনে বিক্ষোভ শুরু হওয়ার আগেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর তুলুস, মার্সেল, নিস এবং উত্তরাঞ্চলের শহর সেন্ট নাজার, নান্ত ও রেনেতে হাজারো মানুষ সড়কে নেমে পড়েন। সাম্প্রতিক সময়ে সরকার–বিরোধী বৃহত্তম বিক্ষোভ দেখছে ফ্রান্স।
এদিকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের রাখতে ১১ হাজার পুলিশ সদস্যকে ফ্রান্সের ২০০টি ছোট বড় শহরে মোতায়েন করা হয়েছে।
মার্সেলে আন্দোলনে অংশ নিয়ে কট্টর বামপন্থী নেতা জ্যঁ লুক মেলেসোঁ বিবিসিকে বলেন, ‘মাখোঁর পরাজয় সুনিশ্চিত। কেউ চায় না তাঁর এই বিল পাস হোক। দিন যাচ্ছে, এই বিলের বিপক্ষে মানুষের সংখ্যা বাড়ছে।’
প্যারিসে বিক্ষোভে অংশ নেওয়া কারিমা (৬২) নামের এক নারী বলেন, ‘এই আইন নারীদের জন্য আরও বেশি অমানবিক। আমাদের অনেকেরই চাকরির বয়স শেষ। এরপরও পেনশন পেতে হলে এখন পুরুষের চেয়ে বেশি কাজ করতে হবে।’
মুলহোসেঁ শহরে বিক্ষোভে অংশ নেওয়া সিলভি বলেন, ‘আমার বয়স ৫৭ বছর। এই প্রথম আমি সরকারের কোনো বিলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছি।’
এদিকে ফ্রান্সের অর্থনীতিবিদ অধ্যাপক ফিলিপ আঘোঁ বিবিসিকে বলেন, ‘এই বিল পাস হওয়া ফ্রান্সের জন্য প্রয়োজন। কেননা দেশটি ১৪ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে রয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার বয়স বাড়ালে কর্মসংস্থানের হার বাড়বে, এতে সরকারকে বিনিয়োগের আত্মবিশ্বাস জোগাবে। কেননা ফ্রান্সের অনেক বিদ্যালয় ও হাসপাতাল উন্নয়নের পাশাপাশি প্রযুক্তি ও সবুজ শিল্পায়নে বিনিয়োগ দরকার।’

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৪ ঘণ্টা আগে