
মস্কোর উপকণ্ঠের শহর ক্রাসনোগরস্কের কনসার্ট হলে হামলার এক দিন পরই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি জাহাজসহ বেশ কয়েকটি রুশ স্থাপনায় হামলা চালিয়েছে তারা।
জার্মান সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করলেও রাজধানীতে বেশ কয়েকটি হামলা ও বিস্ফোরণ হয়েছে।
ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাশিয়ার অন্তত ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভে হামলা চালায় গতকাল রোববার সকালের দিকে হামলা চালায়। যা বিগত বিগত ৪ দিনের মধ্যে ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ এবং এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কিয়েভে হামলা চালাল রাশিয়া।
ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮ টিকেই ধ্বংস করেছে। এ ছাড়া, ২৮ টি ড্রোনের মধ্যে ২৫ টিকেই ধ্বংস করে দিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, রাজধানী ও এর আশপাশে ডজনখানেক রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান পপকো।
রাশিয়া কয়েক দিন ধরেই ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে এখন ইউক্রেনে হামলা চালানোর কথা বলছে মস্কো।
ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে, ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন—কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ল্যান্ডিং শিপ, একটি কমিউনিকেশন সেন্টার ও আরও বেশ কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভের সেনারা। কিয়েভের সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম আজভ ও ইয়ামাল। তবে রাশিয়ার তরফ থেকে এই দুটি জাহাজের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। গতকাল ইউক্রেনের কয়েকটি শহরে আঘাত হানার আগে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ব্যাপারে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইবে পোল্যান্ড।
অপরদিকে, মস্কোর কনসার্টে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোক পালন করেছেন রাশিয়াবাসী। এ দিন রাশিয়া অনেক অনুষ্ঠান বাতিল করা হয়। পতাকা অর্ধনমিত রাখা হয়, টেলিভিশনগুলোয় বিনোদনমূলক কোনো অনুষ্ঠান প্রচার করা হয়নি। এমনকি কোনো বিজ্ঞাপনও প্রচার হয়নি এ দিন গণমাধ্যমে। গতকাল মস্কোর উত্তরে ক্রাসনোগরস্কে ক্রোকাস সিটি হলের সামনে নিহতদের স্মরণ করা হয়।

মস্কোর উপকণ্ঠের শহর ক্রাসনোগরস্কের কনসার্ট হলে হামলার এক দিন পরই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি জাহাজসহ বেশ কয়েকটি রুশ স্থাপনায় হামলা চালিয়েছে তারা।
জার্মান সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করলেও রাজধানীতে বেশ কয়েকটি হামলা ও বিস্ফোরণ হয়েছে।
ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাশিয়ার অন্তত ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভে হামলা চালায় গতকাল রোববার সকালের দিকে হামলা চালায়। যা বিগত বিগত ৪ দিনের মধ্যে ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ এবং এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কিয়েভে হামলা চালাল রাশিয়া।
ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮ টিকেই ধ্বংস করেছে। এ ছাড়া, ২৮ টি ড্রোনের মধ্যে ২৫ টিকেই ধ্বংস করে দিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, রাজধানী ও এর আশপাশে ডজনখানেক রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান পপকো।
রাশিয়া কয়েক দিন ধরেই ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে এখন ইউক্রেনে হামলা চালানোর কথা বলছে মস্কো।
ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে, ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন—কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ল্যান্ডিং শিপ, একটি কমিউনিকেশন সেন্টার ও আরও বেশ কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভের সেনারা। কিয়েভের সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম আজভ ও ইয়ামাল। তবে রাশিয়ার তরফ থেকে এই দুটি জাহাজের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। গতকাল ইউক্রেনের কয়েকটি শহরে আঘাত হানার আগে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ব্যাপারে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইবে পোল্যান্ড।
অপরদিকে, মস্কোর কনসার্টে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোক পালন করেছেন রাশিয়াবাসী। এ দিন রাশিয়া অনেক অনুষ্ঠান বাতিল করা হয়। পতাকা অর্ধনমিত রাখা হয়, টেলিভিশনগুলোয় বিনোদনমূলক কোনো অনুষ্ঠান প্রচার করা হয়নি। এমনকি কোনো বিজ্ঞাপনও প্রচার হয়নি এ দিন গণমাধ্যমে। গতকাল মস্কোর উত্তরে ক্রাসনোগরস্কে ক্রোকাস সিটি হলের সামনে নিহতদের স্মরণ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১৭ মিনিট আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৩৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৩ ঘণ্টা আগে