
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের শহরগুলোতে সবচেয়ে বড় পরিসরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার জানিয়েছে কিয়েভ। রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের জেরে সোমবার সকালে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র আকাশ, ভূমি ও সাগর থেকে ছোড়া হয়েছে। হামলায় অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি এলাকায় দেখা দেয় পানির সংকটও।
দেশটির রাজধানী কিয়েভ ছাড়াও লভিভ, তেরনোপিল ও জেতোমের, দিনিপ্রো, ক্রেমেনচুক, জাপোরিঝিয়া ও খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
এই হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। বাইডেনের সঙ্গে আলাপের পর জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতার প্রথম অগ্রাধিকার আকাশ প্রতিরক্ষা।’
এরপর রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করব আমরা। যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য আরও যন্ত্রণাদায়ক করে তুলব আমরা।’
এদিকে জো বাইডেন জেলনস্কিকে জানিয়েছেন, ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রুশ হামলাকে বর্বরতা ও নৃশংসতা হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, এটি প্রেসিডেন্ট পুতিনের অনৈতিক যুদ্ধ।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের শহরগুলোতে সবচেয়ে বড় পরিসরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার জানিয়েছে কিয়েভ। রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের জেরে সোমবার সকালে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র আকাশ, ভূমি ও সাগর থেকে ছোড়া হয়েছে। হামলায় অন্তত ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি এলাকায় দেখা দেয় পানির সংকটও।
দেশটির রাজধানী কিয়েভ ছাড়াও লভিভ, তেরনোপিল ও জেতোমের, দিনিপ্রো, ক্রেমেনচুক, জাপোরিঝিয়া ও খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
এই হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। বাইডেনের সঙ্গে আলাপের পর জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতার প্রথম অগ্রাধিকার আকাশ প্রতিরক্ষা।’
এরপর রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সবকিছু করব আমরা। যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য আরও যন্ত্রণাদায়ক করে তুলব আমরা।’
এদিকে জো বাইডেন জেলনস্কিকে জানিয়েছেন, ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রুশ হামলাকে বর্বরতা ও নৃশংসতা হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, এটি প্রেসিডেন্ট পুতিনের অনৈতিক যুদ্ধ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে