আজকের পত্রিকা ডেস্ক

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজ কেবল একটি সাধারণ খাবার নয়, এর কূটনৈতিক এবং সামাজিক গুরুত্ব অনেক। মধ্যাহ্নভোজের সময় নেতারা আরও স্বচ্ছন্দ পরিবেশে নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক ও খোলাখুলি আলোচনা করার সুযোগ পান। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা থেকেই আসে।
খাবার টেবিলে নেতারা একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন। এই ধরনের ব্যক্তিগত বোঝাপড়া ভবিষ্যতে কঠিন আলোচনার সময় সহায়ক হতে পারে।
আয়োজক দেশও মধ্যাহ্নভোজের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, রন্ধনশৈলী এবং আতিথেয়তা তুলে ধরে। এটি অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠায় এবং আতিথেয়তার উষ্ণতা প্রকাশ করে।
একসঙ্গে খাবার গ্রহণ একটি প্রতীকী কাজ, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির অনুভূতি তৈরি করে। এটি দেখায় যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, নেতারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
এসব কারণে মধ্যাহ্নভোজ কেবল উদরপুর্তি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কৌশল হিসেবেও কাজ করে।
আজ বুধবার জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। নতুন নতুন সমরাস্ত্রের চোখ ধাঁধানো প্রদর্শনী করেছে চীন। পুরো প্রদর্শনী দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অস্ত্রের প্রদর্শনী শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
হংকংয়ের একটি পত্রিকার সৌজন্যে জানা গেছে চীনের প্রেসিডেন্টের সেই মধ্যাহ্নভোজের মেনু।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তাঁর বিদেশি অতিথিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের একটি বিস্তারিত মেনু প্রকাশ করেছে হংকং-ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো। স্থানীয় সময় দুপুর ১টার ঠিক পরেই অতিথিরা এই বিশেষ ভোজে অংশ নেন। এই আয়োজনে চীনা রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্যের এক ঝলক দেখা গেছে।
প্রকাশিত মেনু অনুযায়ী, মধ্যাহ্নভোজের মেনুতে ছিল একাধিক আকর্ষণীয় পদ। এর মধ্যে প্রধান খাবার হিসেবে ছিল সুস্বাদু চিকেন স্যুপ, মচমচে রোস্টেড ল্যাম্ব চপ এবং বিশেষ মসলায় তৈরি কাঁকড়াসহ ভাজা লবস্টার। এ ছাড়া, অতিথিদের জন্য পরিবেশন করা হয় মাশরুমের সঙ্গে পরিবেশিত ক্লিয়ার স্ক্যালপ কনসোমে এবং লবণ দিয়ে ভাজা স্যামন মাছ।
প্রতিটি পদই ছিল চীনা রন্ধনশিল্পের সূক্ষ্ম কারুকার্যের এক অনন্য উদাহরণ।
পানীয় হিসেবে ছিল চীনের হেবেই প্রদেশের বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক গ্রেট ওয়াল ওয়াইনারির তৈরি ওয়াইন। অতিথিদের নিজেদের পছন্দ অনুযায়ী সিরাহ (লাল) বা রিজলিং (সাদা) ওয়াইন বেছে নেওয়ার সুযোগ ছিল। আর মধ্যাহ্নভোজের মিষ্টি সমাপ্তি টানতে পরিবেশন করা হয় মটরশুঁটির তৈরি বিশেষ কেক এবং আমের সুস্বাদু মুস কেক।
আরও খবর পড়ুন:

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজ কেবল একটি সাধারণ খাবার নয়, এর কূটনৈতিক এবং সামাজিক গুরুত্ব অনেক। মধ্যাহ্নভোজের সময় নেতারা আরও স্বচ্ছন্দ পরিবেশে নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক ও খোলাখুলি আলোচনা করার সুযোগ পান। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা থেকেই আসে।
খাবার টেবিলে নেতারা একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন। এই ধরনের ব্যক্তিগত বোঝাপড়া ভবিষ্যতে কঠিন আলোচনার সময় সহায়ক হতে পারে।
আয়োজক দেশও মধ্যাহ্নভোজের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, রন্ধনশৈলী এবং আতিথেয়তা তুলে ধরে। এটি অতিথিদের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠায় এবং আতিথেয়তার উষ্ণতা প্রকাশ করে।
একসঙ্গে খাবার গ্রহণ একটি প্রতীকী কাজ, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির অনুভূতি তৈরি করে। এটি দেখায় যে মতপার্থক্য থাকা সত্ত্বেও, নেতারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
এসব কারণে মধ্যাহ্নভোজ কেবল উদরপুর্তি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কৌশল হিসেবেও কাজ করে।
আজ বুধবার জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের তিয়েনানমেন স্কোয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। নতুন নতুন সমরাস্ত্রের চোখ ধাঁধানো প্রদর্শনী করেছে চীন। পুরো প্রদর্শনী দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অস্ত্রের প্রদর্শনী শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
হংকংয়ের একটি পত্রিকার সৌজন্যে জানা গেছে চীনের প্রেসিডেন্টের সেই মধ্যাহ্নভোজের মেনু।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তাঁর বিদেশি অতিথিদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের একটি বিস্তারিত মেনু প্রকাশ করেছে হংকং-ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়েন ওয়েই পো। স্থানীয় সময় দুপুর ১টার ঠিক পরেই অতিথিরা এই বিশেষ ভোজে অংশ নেন। এই আয়োজনে চীনা রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্যের এক ঝলক দেখা গেছে।
প্রকাশিত মেনু অনুযায়ী, মধ্যাহ্নভোজের মেনুতে ছিল একাধিক আকর্ষণীয় পদ। এর মধ্যে প্রধান খাবার হিসেবে ছিল সুস্বাদু চিকেন স্যুপ, মচমচে রোস্টেড ল্যাম্ব চপ এবং বিশেষ মসলায় তৈরি কাঁকড়াসহ ভাজা লবস্টার। এ ছাড়া, অতিথিদের জন্য পরিবেশন করা হয় মাশরুমের সঙ্গে পরিবেশিত ক্লিয়ার স্ক্যালপ কনসোমে এবং লবণ দিয়ে ভাজা স্যামন মাছ।
প্রতিটি পদই ছিল চীনা রন্ধনশিল্পের সূক্ষ্ম কারুকার্যের এক অনন্য উদাহরণ।
পানীয় হিসেবে ছিল চীনের হেবেই প্রদেশের বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক গ্রেট ওয়াল ওয়াইনারির তৈরি ওয়াইন। অতিথিদের নিজেদের পছন্দ অনুযায়ী সিরাহ (লাল) বা রিজলিং (সাদা) ওয়াইন বেছে নেওয়ার সুযোগ ছিল। আর মধ্যাহ্নভোজের মিষ্টি সমাপ্তি টানতে পরিবেশন করা হয় মটরশুঁটির তৈরি বিশেষ কেক এবং আমের সুস্বাদু মুস কেক।
আরও খবর পড়ুন:

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২৭ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে