Ajker Patrika

টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে নিউজিল্যান্ডে বিক্ষোভ

টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে নিউজিল্যান্ডে বিক্ষোভ

করোনার টিকা বাধ্যতামূলক করা ও লকডাউনের প্রতিবাদে নিউজিল্যান্ডে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিহাইভ নামে পরিচিত নিউজিল্যান্ড পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশপথ ছাড়া বাকি সবগুলো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বন্ধ করে দিয়েছে। ওয়েলিংটনে বেশির ভাগই বিক্ষোভকারী মাস্ক পরা ছিল না। নিউজিল্যান্ডের পার্লামেন্টের বাইরে জমায়েত হয়েছিল আন্দোলনকারীরা।

শান্তিপূর্ণ এই আন্দোলনে বিক্ষোভকারীদের হাতে করোনার টিকা এবং লকডাউন বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, আমাকে জোর করলে হবে না। আমি যা নিতে চাই না তার জন্য আমাকে বাধ্য করা যাবে না।

করোনার ডেলটা ভ্যারিয়েন্টের কারণে নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ বেড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ও করোনা টিকা প্রয়োগের ওপর জোর দিচ্ছে নিউজিল্যান্ড সরকার।

গত মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ৯০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার পরেই বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হওয়া দেশগুলো মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটিতে এ পর্যন্ত সাত হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডে করোনায় মারা গেছেন ৩২ জন। নিউজিল্যান্ডে প্রায় ৮০ শতাংশ উপযুক্ত ব্যক্তিরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত