লাইফস্টাইল ডেস্ক

বৈশ্বিক উন্নয়নের সঙ্গে উষ্ণায়নের প্রভাবও সাম্প্রতিক সময়ে আমরা ভালোভাবেই টের পাচ্ছি। দৈনন্দিন খাদ্যাভ্যাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ জন্য অনেকাংশেই দায়ী। খাদ্য উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত আসতে যে পরিমাণ কার্বন নির্গত হয় তা বিশ্বে মোট কার্বন নির্গমনের এক-চতুর্থাংশ বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। তাই পরিবেশের সুরক্ষার জন্য আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস পরিবেশবান্ধব হওয়া উচিত। এতে পরিবেশের সঙ্গে আমরা নিজেরাও ভালো থাকব।
নিরামিষ বেশি খান
মাছ-মাংস উৎপাদনে পরিবেশের অনেক ক্ষতি হয়। যেমন গরুর মাংস বিশ্বের সর্বোচ্চ কার্বন উৎপাদনকারী মাংস। তাই পরিবেশের আর ক্ষতি না করে নিরামিষ খাওয়ার উদ্যোগ নেওয়া উচিত। নিরামিষ খাবার উৎপাদনে বেশি কার্বন নির্গত হয় না। সপ্তাহে অন্তত চার দিন নিরামিষ খাবার খান। বিভিন্ন শাকসবজি, ফল-মূল ও বাদাম শরীরের ভিটামিন, মিনারেল, খনিজ উপাদান, আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করে। নিরামিষ খাবার শরীর ও পরিবেশ দুই-ই ভালো রাখবে।
মনোযোগের সঙ্গে খাবার খান
আমরা খাওয়ার সময় বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল বা টিভি দেখি, না হলে কারও সঙ্গে গল্প করি। ফলে কী খাচ্ছি, সেদিকে অতটা খেয়াল থাকে না এবং প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি। আড্ডা বা গল্পের সময় বেশির ভাগ ক্ষেত্রে প্রক্রিয়াজাত খাবার, গ্রিল, কাবাব, তেলে ভাজা খাবারসহ বিভিন্ন খাবার খাওয়া হয়। এগুলো শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। মনোযোগসহকারে খেলে এসব খাবার থেকে দূরে থাকা যায়।
দিনে একবার রান্না করুন
দৈনিক তিন বেলা রান্নায় অনেক জ্বালানি খরচ হয়। তাই এক বেলা বেশি রান্না করে আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করুন। এতে আপনার নিজের কষ্ট একটু কম হবে, সঙ্গে পরিবেশেরও উপকার হবে।
খাবার অপচয় রোধ করুন
খাবার যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। খাবার যদি বেঁচে যায়, তবে তা ফেলে না দিয়ে সংরক্ষণ করুন। কোনটা খাবার দরকার এবং কোনটা শুধুই ইচ্ছা তার পার্থক্য করে সেই অনুযায়ী খাবার কিনুন। এতে করে খাবার অপচয় হবে না। এতে এক দিকে কিছু অর্থ বেঁচে যাবে, অন্য দিকে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
খাবার ঠিকমতো সংরক্ষণ করুন
বাজার থেকে শাকসবজি, ফলমূল, মাছ-মাংস কেনার এবং রান্নার পর ভালোভাবে সংরক্ষণ করুন, যাতে দ্রুত নষ্ট হয়ে না যায়। ফ্রিজের ফ্রুট বক্সে ফলমূল রাখুন, শাকসবজি কাগজের প্যাকেটে করে রাখুন এবং রান্না করা খাবার আলাদা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মাছ-মাংস ডিপ ফ্রিজে রাখুন। এভাবে খাবার বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন এবং অপচয় কম হবে। ফলে পরিবেশ ভালো থাকবে।
সূত্র: নেচার ফ্রেশ

বৈশ্বিক উন্নয়নের সঙ্গে উষ্ণায়নের প্রভাবও সাম্প্রতিক সময়ে আমরা ভালোভাবেই টের পাচ্ছি। দৈনন্দিন খাদ্যাভ্যাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ জন্য অনেকাংশেই দায়ী। খাদ্য উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত আসতে যে পরিমাণ কার্বন নির্গত হয় তা বিশ্বে মোট কার্বন নির্গমনের এক-চতুর্থাংশ বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। তাই পরিবেশের সুরক্ষার জন্য আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস পরিবেশবান্ধব হওয়া উচিত। এতে পরিবেশের সঙ্গে আমরা নিজেরাও ভালো থাকব।
নিরামিষ বেশি খান
মাছ-মাংস উৎপাদনে পরিবেশের অনেক ক্ষতি হয়। যেমন গরুর মাংস বিশ্বের সর্বোচ্চ কার্বন উৎপাদনকারী মাংস। তাই পরিবেশের আর ক্ষতি না করে নিরামিষ খাওয়ার উদ্যোগ নেওয়া উচিত। নিরামিষ খাবার উৎপাদনে বেশি কার্বন নির্গত হয় না। সপ্তাহে অন্তত চার দিন নিরামিষ খাবার খান। বিভিন্ন শাকসবজি, ফল-মূল ও বাদাম শরীরের ভিটামিন, মিনারেল, খনিজ উপাদান, আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করে। নিরামিষ খাবার শরীর ও পরিবেশ দুই-ই ভালো রাখবে।
মনোযোগের সঙ্গে খাবার খান
আমরা খাওয়ার সময় বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল বা টিভি দেখি, না হলে কারও সঙ্গে গল্প করি। ফলে কী খাচ্ছি, সেদিকে অতটা খেয়াল থাকে না এবং প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি। আড্ডা বা গল্পের সময় বেশির ভাগ ক্ষেত্রে প্রক্রিয়াজাত খাবার, গ্রিল, কাবাব, তেলে ভাজা খাবারসহ বিভিন্ন খাবার খাওয়া হয়। এগুলো শরীর ও পরিবেশের জন্য ক্ষতিকর। মনোযোগসহকারে খেলে এসব খাবার থেকে দূরে থাকা যায়।
দিনে একবার রান্না করুন
দৈনিক তিন বেলা রান্নায় অনেক জ্বালানি খরচ হয়। তাই এক বেলা বেশি রান্না করে আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করুন। এতে আপনার নিজের কষ্ট একটু কম হবে, সঙ্গে পরিবেশেরও উপকার হবে।
খাবার অপচয় রোধ করুন
খাবার যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। খাবার যদি বেঁচে যায়, তবে তা ফেলে না দিয়ে সংরক্ষণ করুন। কোনটা খাবার দরকার এবং কোনটা শুধুই ইচ্ছা তার পার্থক্য করে সেই অনুযায়ী খাবার কিনুন। এতে করে খাবার অপচয় হবে না। এতে এক দিকে কিছু অর্থ বেঁচে যাবে, অন্য দিকে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
খাবার ঠিকমতো সংরক্ষণ করুন
বাজার থেকে শাকসবজি, ফলমূল, মাছ-মাংস কেনার এবং রান্নার পর ভালোভাবে সংরক্ষণ করুন, যাতে দ্রুত নষ্ট হয়ে না যায়। ফ্রিজের ফ্রুট বক্সে ফলমূল রাখুন, শাকসবজি কাগজের প্যাকেটে করে রাখুন এবং রান্না করা খাবার আলাদা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মাছ-মাংস ডিপ ফ্রিজে রাখুন। এভাবে খাবার বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন এবং অপচয় কম হবে। ফলে পরিবেশ ভালো থাকবে।
সূত্র: নেচার ফ্রেশ

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
২ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
৩ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
৩ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
৩ দিন আগে