ফিচার ডেস্ক
৭০ বছরেও আপনি শারীরিকভাবে কতটা সুস্থ থাকবেন, তা অনেকটাই নির্ভর করে মধ্য়বয়সে কী খাচ্ছেন তার ওপর। হার্ভার্ড ইউনিভার্সিটির টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে।
৩০ বছর ধরে ১ লাখ ৫ হাজার মার্কিন নাগরিকের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে এই গবেষণা পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা তাঁদের ৪০, ৫০ ও ৬০ বছর বয়সে কী ধরনের খাবার খেয়েছেন, তার বিস্তারিত তথ্য দিয়েছিলেন। এতে দেখা যায়, যাঁরা মধ্যবয়সে ফলমূল, শাকসবজি, শস্য, বাদাম, ডাল এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেয়েছেন, তাঁদের ৭০ বছরেও সুস্থ থাকার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। এ ছাড়া প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, লবণ ও ট্রান্সফ্যাট গ্রহণকারীরা অপেক্ষাকৃত কম সুস্থ। মোট অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৯ হাজার ৭৭১ জন ৭০ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ ছিলেন।
সুস্থ থাকার জন্য যেসব খাবার গ্রহণ করা জরুরি
তাজা ফল ও শাকসবজি, শস্য; যেমন লাল চালের ভাত, ওটস, বাদাম, ডাল ও বীজ, মাছ ও মুরগি, স্বাস্থ্যকর তেল ইত্যাদি। আবার সুস্থ থাকতে কয়েক ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। এসব খাবারের মধ্য়ে রয়েছে প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত লবণ ও লবণযুক্ত খাবার ও ফ্যাটযুক্ত স্ন্যাকস, ইনস্ট্যান্ট ফুড ইত্যাদি।
মধ্যবয়সে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব
সিএনএনের স্বাস্থ্য বিশেষজ্ঞ লিয়ানা ওয়েনের মতে, ‘এই গবেষণা প্রমাণ করে, শুধু ব্যায়াম বা ধূমপান না করলেই হবে না। খাদ্যাভ্যাসই হলো সুস্থ থাকার মূল চাবিকাঠি। তাই অল্প বয়সেই স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। তবে মধ্যবয়সেও এই অভ্যাস পরিবর্তন করে সুফল পাওয়া সম্ভব।’
তিনি আরও জানান, বর্তমানে প্রক্রিয়াজাত খাবারের সহজলভ্যতা স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। স্বাস্থ্য ঠিক রাখতে এ ধরনের খাবার কম খেতে হবে।
তরুণদের জন্যও সতর্কবার্তা
গবেষণাটি মূলত মধ্যবয়সীদের ওপর করা হলেও বিশেষজ্ঞরা বলেন, যেকোনো বয়সেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করা যেতে পারে। তরুণেরা এখন থেকে প্রক্রিয়াজাত খাবার কম খেয়ে তাজা খাবারে অভ্যস্ত হলে ভবিষ্যতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে।
নীতিনির্ধারকদের ভূমিকা
গবেষকেরা মনে করেন, সরকারের পক্ষ থেকে সঠিক নীতিমালা গ্রহণের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য সহায়তা করা যেতে পারে। স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা এবং মূল্য কমাতে ইতিবাচক নীতিমালার প্রয়োজন। ডা. ওয়েন বলেন, ‘সরকারের উচিত ফলমূল ও শাকসবজির মূল্য কমানো এবং প্রক্রিয়াজাত খাবারের ওপর ট্যাক্স বাড়ানো।’
সূত্র: দ্য গার্ডিয়ান
৭০ বছরেও আপনি শারীরিকভাবে কতটা সুস্থ থাকবেন, তা অনেকটাই নির্ভর করে মধ্য়বয়সে কী খাচ্ছেন তার ওপর। হার্ভার্ড ইউনিভার্সিটির টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে।
৩০ বছর ধরে ১ লাখ ৫ হাজার মার্কিন নাগরিকের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে এই গবেষণা পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা তাঁদের ৪০, ৫০ ও ৬০ বছর বয়সে কী ধরনের খাবার খেয়েছেন, তার বিস্তারিত তথ্য দিয়েছিলেন। এতে দেখা যায়, যাঁরা মধ্যবয়সে ফলমূল, শাকসবজি, শস্য, বাদাম, ডাল এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেয়েছেন, তাঁদের ৭০ বছরেও সুস্থ থাকার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। এ ছাড়া প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, লবণ ও ট্রান্সফ্যাট গ্রহণকারীরা অপেক্ষাকৃত কম সুস্থ। মোট অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৯ হাজার ৭৭১ জন ৭০ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ ছিলেন।
সুস্থ থাকার জন্য যেসব খাবার গ্রহণ করা জরুরি
তাজা ফল ও শাকসবজি, শস্য; যেমন লাল চালের ভাত, ওটস, বাদাম, ডাল ও বীজ, মাছ ও মুরগি, স্বাস্থ্যকর তেল ইত্যাদি। আবার সুস্থ থাকতে কয়েক ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। এসব খাবারের মধ্য়ে রয়েছে প্রক্রিয়াজাত মাংস, চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত লবণ ও লবণযুক্ত খাবার ও ফ্যাটযুক্ত স্ন্যাকস, ইনস্ট্যান্ট ফুড ইত্যাদি।
মধ্যবয়সে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব
সিএনএনের স্বাস্থ্য বিশেষজ্ঞ লিয়ানা ওয়েনের মতে, ‘এই গবেষণা প্রমাণ করে, শুধু ব্যায়াম বা ধূমপান না করলেই হবে না। খাদ্যাভ্যাসই হলো সুস্থ থাকার মূল চাবিকাঠি। তাই অল্প বয়সেই স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। তবে মধ্যবয়সেও এই অভ্যাস পরিবর্তন করে সুফল পাওয়া সম্ভব।’
তিনি আরও জানান, বর্তমানে প্রক্রিয়াজাত খাবারের সহজলভ্যতা স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। স্বাস্থ্য ঠিক রাখতে এ ধরনের খাবার কম খেতে হবে।
তরুণদের জন্যও সতর্কবার্তা
গবেষণাটি মূলত মধ্যবয়সীদের ওপর করা হলেও বিশেষজ্ঞরা বলেন, যেকোনো বয়সেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুরু করা যেতে পারে। তরুণেরা এখন থেকে প্রক্রিয়াজাত খাবার কম খেয়ে তাজা খাবারে অভ্যস্ত হলে ভবিষ্যতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে।
নীতিনির্ধারকদের ভূমিকা
গবেষকেরা মনে করেন, সরকারের পক্ষ থেকে সঠিক নীতিমালা গ্রহণের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য সহায়তা করা যেতে পারে। স্বাস্থ্যকর খাদ্যের সহজলভ্যতা এবং মূল্য কমাতে ইতিবাচক নীতিমালার প্রয়োজন। ডা. ওয়েন বলেন, ‘সরকারের উচিত ফলমূল ও শাকসবজির মূল্য কমানো এবং প্রক্রিয়াজাত খাবারের ওপর ট্যাক্স বাড়ানো।’
সূত্র: দ্য গার্ডিয়ান
উন্নত দেশগুলো, এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও টাইফয়েড এখন খুব কম দেখা যায়। কিন্তু প্রাচীন এই রোগের ফলে আধুনিক বিশ্ব তো বটেই, দুনিয়াজুড়ে বেশ বিপজ্জনক হয়ে উঠছে আবারও। হাজার বছর ধরে মানুষের প্রাণ হন্তারক হিসেবে ‘খুনির’ কাজ করে এসেছে এর জীবাণু। সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, টাইফয়েডের জন্য দায়ী
৩ দিন আগেআমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
৩ দিন আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩ দিন আগেনানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৫ দিন আগে