Ajker Patrika

দেখভাল না করায় সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
দেখভাল না করায় সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ

নাটোরের লালপুরে দেখভাল না করায় তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন মো. আজিজ খলিফা (৭০)। তিনি গত শুক্রবার রাতে থানায় এ অভিযোগ করেন। তিনি উপজেলার বড়ময়না পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, তাঁর তিন ছেলে মো. উকিল মণ্ডল (৩৫), মো. হাকিম মণ্ডল (৩৮) ও মো. সাজন (৩০) তাঁকে ও তাঁর স্ত্রী মোছা হাফিজা বেগমকে (৫৫) দেখাশোনা করেন না। এই বিষয়ে কোনো কথা বললেই মারধর করার ভয়ভীতি ও হুমকি দেন। গত শুক্রবার সকালে খেজুরগাছের রস নেওয়াকে কেন্দ্র করে তাঁদের গালিগালাজ করে মারধর করেন তাঁরা। একপর্যায়ে হাসুয়া নিয়ে খুন-জখম করার জন্য হুমকি দেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সন্তানদের গ্রেপ্তার করে থানায় হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ