Ajker Patrika

এক গানেই ১৪ গিনেস রেকর্ডস

এক গানেই ১৪ গিনেস রেকর্ডস

চলতি বছরের শুরুতেই ‘আউট অব ইয়োর লিগ’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেন পপতারকা শাকিরা। চার মিনিটের এ গানে প্রথমবারের মতো আর্জেন্টিনার ডিজে ও প্রযোজক বিজারাপের সঙ্গে কাজ করেছেন শাকিরা। মুক্তির পরই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে গানটি। স্পটিফাইয়ে কোনো লাতিন গানের ২৪ ঘণ্টায় (১৪ দশমিক ৪ মিলিয়ন) ও এক সপ্তাহে (৮০ দশমিক ৬ মিলিয়ন) সর্বাধিক স্ট্রিমের রেকর্ড গড়েছে গানটি।

এ ছাড়া ইউটিউবে কোনো লাতিন গানের দ্রুততম ১০০ মিলিয়ন ভিউয়ের রেকর্ডও দখলে রেখেছে আউট অব ইয়োর লিগ। সব মিলিয়ে এই গানটির মাধ্যমে মোট ১৪টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন শাকিরা। এর মধ্যে তাঁর নিজের রেকর্ডও নতুন করে গড়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ১৭টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিকানা এখন শাকিরার।

স্পেনের সাবেক ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদের পর আউট অব ইয়োর লিগ গানটি প্রকাশ করেন শাকিরা। তাঁর ভক্তরা মনে করেন, পিকেকে উদ্দেশ করে গানটি লিখেছেন তিনি। শাকিরা একাধিকবার দাবি করেছেন, পিকের প্রতারণার কারণেই সংসার ভেঙেছে। গানের কথায়ও শাকিরার অভিযোগগুলো উঠে এসেছে। শুধু তা-ই নয়, গানটিতে শাকিরা নিজেকে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনো’র সঙ্গে তুলনা করেছেন।

গানের মাধ্যমে শাকিরা বলেছেন, ‘কোনো প্রতিহিংসা নেই প্রিয়। আশা করছি, আমার জায়গায় যাকে নিয়ে আছো, বেশ ভালোই আছো। আমি এখনো জানি না, তোমার কী এমন হয়েছিল। তুমি এমন অদ্ভুত স্বভাবের কেন হয়ে গিয়েছিলে, যা এখন একান্তেও বলা সম্ভব নয়। তুমি খুব দ্রুত ছুটছ, গতি কমাও। তুমি টুইঙ্গোর (রেনো) জায়গায় ঘরে ফেরারি এনেছ। তুমি ক্যাসিও ছেড়ে রোলেক্স কিনেছ। তুমি খুব জোরে ছুটছ, একটু থামো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপিসহ ১০ দলের জোট ঘোষণা করলেন জামায়াতের আমির

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ