Ajker Patrika

নোয়াখালীতে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১১
নোয়াখালীতে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী জেলা শহর মাইজদীর সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান চলছে। অভিযানকালে সড়কের পাশে থাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। চলমান অভিযানে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পাঁচটি মামলায় দখলদারদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ‘উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে সড়কের পাশে সরকারি জায়গা দখল করে স্থাপনা দিয়ে অবস্থান করে। তাই গত কয়েক দিন ধরে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...