Ajker Patrika

দুই বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ৫০
দুই বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

নরসিংদীর রায়পুরায় দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় এবং বিদ্রোহী নেতার পক্ষে কাজ করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করার কারণে, কেন তাঁকে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে আরেক নেতাকে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী স্বাক্ষরিত দুটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই দুই চিঠি সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া মঞ্জুর এলাহী উপজেলার আওয়ামী লীগের অর্থ সম্পাদক। তিনি মির্জাপুর ইউপিতে স্বতন্ত্র নির্বাচন করছেন। মঞ্জুর এলাহীকে সমর্থন করায় উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ বিশ্বাসকে চান্দেরকান্দি ইউপিতে বিদ্রোহীর পক্ষে কাজ করার জন্য আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভূঁইয়া বলেন, মোট দুজনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্রদীপ বিশ্বাসকে মৌখিকভাবে এবং মঞ্জুর এলাহীকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বহিষ্কার করা হয়েছে। মো. আসাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন বলেন, চান্দেরকান্দি ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার (মৌখিক) করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত মারামারি, আহত ১৫

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ