আলী আকবর সাজু, ভালুকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে কাঁচাবাজার। ব্যস্ত সড়কে এভাবে বাজার গড়ে ওঠায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মহাসড়কের বাজার সরানোর জন্য উপজেলা প্রশাসনও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।
সরেজমিনে দেখা গেছে, ভালুকা উপজেলার সিডস্টোর বাজার ও জামিরদিয়া মাস্টারবাড়িতে মহাসড়কের ওপর বসেছে কাঁচা বাজার। সড়কের প্রায় অর্ধেক জায়গাজুড়ে বাজার থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পথচারীদেরও চলতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এই ব্যস্ত সড়কে বসেই জীবনের ঝুঁকি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকেরা পণ্য বেচাকেনা করছেন। পাশাপাশি অটোরিকশা ও মিনিবাস সড়ক দখল করে রাখছে। এতে যানবাহন দূরের কথা, মানুষের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। সড়কে লেগে থাকছে দীর্ঘ যানজট।
মাস্টারবাড়ির আল আমিন বলেন, মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এমনিতেই ব্যস্ততম এলাকা। শিল্প-কারখানার শ্রমিকদের চলাচল বেশি। তারপর মহাসড়কে কাঁচাবাজার যেন মরার ওপর খাঁড়ার গা। এর একটা সুরাহা হওয়া দরকার।
বাসচালক মকবুল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি খুবই ব্যস্ত। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। মাস্টারবাড়ি ও সিডস্টোর বাজারের মহাসড়কে কাঁচা বাজার থাকায় এক মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লেগে যায় ২০ থেকে ৩০ মিনিট। মহাসড়কে কাঁচা বাজার থাকা খুবই দুঃখজনক।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিডস্টোর বাসস্ট্যান্ড থেকে উত্তর বাজার পর্যন্ত এক মিনিটের রাস্তা। কিন্তু কাঁচা বাজার ও যানজটে সময় লাগছে ২০ থেকে ৩০ মিনিট। বিনা বাধায় ঝুঁকি নিয়ে সড়কেই সারি সারি শাক-সবজির পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। ক্রেতারাও রাস্তার ওপর থেকেই কিনে নিচ্ছেন তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এতে করে হরহামেশা ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
তারা জানান, এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ না কেউ যাতায়াত করছেন। তাঁদের নজর এড়িয়ে কীভাবে মহাসড়কে কাঁচা বাজার বসছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। উপজেলা প্রশাসনও বাজার সরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাঁদের।
পথচারী শফিকুল ইসলাম বলেন, সিডস্টোর বাসস্ট্যান্ডের উত্তর পাশে রাস্তার ওপর কাঁচা বাজার। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে কাঁচা বাজারের পাশাপাশি রয়েছে অটোরিকশা, মিনিবাসের দাপট। এতে করে সড়কে যানবাহন চলাচল করা দায়। প্রতিদিন এই মহাসড়কে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতায়াত করছেন। কিন্তু দুঃখের বিষয়, এটি কারও নজরে আসেনি।
কাঁচামাল বিক্রি করতে আসা মোতালেব হোসেন বলেন, ঝুঁকি নিয়েই উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনা করতে হচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে জীবনহানির আশঙ্কা রয়েছে।
হবিরবাড়ী গ্রামের ইঞ্জিনিয়ার আলমগীর কবির বলেন, সড়কে কাঁচা বাজার থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কে সারি সারি কাঁচামালের পসরা সাজিয়ে কেনাবেচা করছে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে সাধারণ মানুষের হেঁটে যাওয়ার জো নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। অচিরেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে কাঁচাবাজার। ব্যস্ত সড়কে এভাবে বাজার গড়ে ওঠায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মহাসড়কের বাজার সরানোর জন্য উপজেলা প্রশাসনও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।
সরেজমিনে দেখা গেছে, ভালুকা উপজেলার সিডস্টোর বাজার ও জামিরদিয়া মাস্টারবাড়িতে মহাসড়কের ওপর বসেছে কাঁচা বাজার। সড়কের প্রায় অর্ধেক জায়গাজুড়ে বাজার থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পথচারীদেরও চলতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এই ব্যস্ত সড়কে বসেই জীবনের ঝুঁকি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকেরা পণ্য বেচাকেনা করছেন। পাশাপাশি অটোরিকশা ও মিনিবাস সড়ক দখল করে রাখছে। এতে যানবাহন দূরের কথা, মানুষের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। সড়কে লেগে থাকছে দীর্ঘ যানজট।
মাস্টারবাড়ির আল আমিন বলেন, মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এমনিতেই ব্যস্ততম এলাকা। শিল্প-কারখানার শ্রমিকদের চলাচল বেশি। তারপর মহাসড়কে কাঁচাবাজার যেন মরার ওপর খাঁড়ার গা। এর একটা সুরাহা হওয়া দরকার।
বাসচালক মকবুল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি খুবই ব্যস্ত। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। মাস্টারবাড়ি ও সিডস্টোর বাজারের মহাসড়কে কাঁচা বাজার থাকায় এক মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লেগে যায় ২০ থেকে ৩০ মিনিট। মহাসড়কে কাঁচা বাজার থাকা খুবই দুঃখজনক।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিডস্টোর বাসস্ট্যান্ড থেকে উত্তর বাজার পর্যন্ত এক মিনিটের রাস্তা। কিন্তু কাঁচা বাজার ও যানজটে সময় লাগছে ২০ থেকে ৩০ মিনিট। বিনা বাধায় ঝুঁকি নিয়ে সড়কেই সারি সারি শাক-সবজির পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। ক্রেতারাও রাস্তার ওপর থেকেই কিনে নিচ্ছেন তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এতে করে হরহামেশা ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
তারা জানান, এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ না কেউ যাতায়াত করছেন। তাঁদের নজর এড়িয়ে কীভাবে মহাসড়কে কাঁচা বাজার বসছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। উপজেলা প্রশাসনও বাজার সরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাঁদের।
পথচারী শফিকুল ইসলাম বলেন, সিডস্টোর বাসস্ট্যান্ডের উত্তর পাশে রাস্তার ওপর কাঁচা বাজার। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে কাঁচা বাজারের পাশাপাশি রয়েছে অটোরিকশা, মিনিবাসের দাপট। এতে করে সড়কে যানবাহন চলাচল করা দায়। প্রতিদিন এই মহাসড়কে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতায়াত করছেন। কিন্তু দুঃখের বিষয়, এটি কারও নজরে আসেনি।
কাঁচামাল বিক্রি করতে আসা মোতালেব হোসেন বলেন, ঝুঁকি নিয়েই উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনা করতে হচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে জীবনহানির আশঙ্কা রয়েছে।
হবিরবাড়ী গ্রামের ইঞ্জিনিয়ার আলমগীর কবির বলেন, সড়কে কাঁচা বাজার থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কে সারি সারি কাঁচামালের পসরা সাজিয়ে কেনাবেচা করছে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে সাধারণ মানুষের হেঁটে যাওয়ার জো নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। অচিরেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫