
পটুয়াখালীর বাউফল থেকে তেঁতুলিয়া নদীর ইলিশ নদীপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে ভোগান্তির শিকার হতেন জেলেরা। পদ্মা সেতু চালু হলে ইলিশসহ এলাকার কৃষিপণ্য নির্বিঘ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবে গন্তব্যে, যা এই এলাকার জেলে ও কৃষকদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, উপজেলায় ১০ হাজারের বেশি জেলে পরিবার রয়েছে। এসব জেলে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করে স্থানীয় আড়তদারদের মাধ্যমে নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাছ পাঠান। নদীপথে মাছ পাঠাতে গিয়ে নদীর নাব্যতা সংকট, লঞ্চের ঘন ঘন যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগসহ লঞ্চের ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাত না। এ কারণে প্রায়ই লোকসানের মুখে পড়তেন আড়তদারেরা। যার প্রভাব পড়ত তেঁতুলিয়া নদীর ওপর নির্ভরশীল দরিদ্র জেলেদের ওপর।
উপজেলার কালাইয়া বন্দরের মৎস্য আড়তদার সমিতির একাধিক ব্যবসায়ী জানান, জেলেরা রাতভর মাছ ধরে সকালে নিয়ে আসেন আড়তে। সেই মাছ ফ্রিজিং করে লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপর পৌঁছাতে প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা লাগে। আবার কোনো কোনো সময় নদীর নাব্যতা-সংকট, যান্ত্রিক ত্রুটি ও লঞ্চের ধীরগতির জন্য ২০ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়। দীর্ঘ সময় মাছ বরফে থাকার কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়। এ কারণে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কষ্টকর হয়। বাজারে দামও তুলনামূলক কম পাওয়া যায়।
ভাই ভাই মৎস্য আড়তের মালিক অমর দাস বলেন, ‘মাছের দাম কমবেশি হলে এর প্রভাব সরাসরি জেলেদের ওপর পড়ে। পদ্মা সেতু খুলে গেলে রাতে ধরা মাছ ভোরবেলাতেই সড়কপথে ঢাকা পাঠানো যাবে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টায়। এতে মাছের গুণগত মান যেমন অক্ষুণ্ন থাকবে, তেমনি দামও পাওয়া যাবে অন্যান্য এলাকার মাছের চেয়ে বেশি। পদ্মা সেতু খুলে গেলে প্রতিযোগিতার বাজারে আমরাই হব সেরা। জেলেরা বেশি লাভবান হবেন।’
প্রবীণ জেলে বাদশা মাঝি বলেন, ‘মাছ ধরি রাতভর কষ্ট করে মাঝেমধ্যে বাজার ভালো পাই, আবার কম পাই। মহাজন জানিয়েছেন, পদ্মা সেতু চালু হলেই নাকি আমাদের ভাগ্য খুলে যাবে। আমরা নাকি মাছ বিক্রি করে বেশি লাভ পাব।’
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, ‘উপজেলার জেলেদের দীর্ঘ বছরের একটি সমস্যা ছিল ঢাকায় নদীপথে মাছ পাঠানো। সেই সমস্যা দূর হবে পদ্মা সেতু চালু হলেই। আশা করা যাচ্ছে, উপজেলার জেলেদের ভাগ্য পরিবর্তনে পদ্মা সেতুর ভূমিকা অপরিসীম হয়ে উঠবে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বাউফল পৌরসভা থেকে ঢাকায় সরাসরি বিআরটিসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস চালু হবে ২৬ জুন থেকে। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ কৃষিপণ্য, যা নদীপথে আসা-যাওয়া করত, পদ্মা সেতু চালু হলে সড়কপথে আসা-যাওয়া করবে। এসব যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

পটুয়াখালীর বাউফল থেকে তেঁতুলিয়া নদীর ইলিশ নদীপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে ভোগান্তির শিকার হতেন জেলেরা। পদ্মা সেতু চালু হলে ইলিশসহ এলাকার কৃষিপণ্য নির্বিঘ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবে গন্তব্যে, যা এই এলাকার জেলে ও কৃষকদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, উপজেলায় ১০ হাজারের বেশি জেলে পরিবার রয়েছে। এসব জেলে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করে স্থানীয় আড়তদারদের মাধ্যমে নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাছ পাঠান। নদীপথে মাছ পাঠাতে গিয়ে নদীর নাব্যতা সংকট, লঞ্চের ঘন ঘন যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগসহ লঞ্চের ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাত না। এ কারণে প্রায়ই লোকসানের মুখে পড়তেন আড়তদারেরা। যার প্রভাব পড়ত তেঁতুলিয়া নদীর ওপর নির্ভরশীল দরিদ্র জেলেদের ওপর।
উপজেলার কালাইয়া বন্দরের মৎস্য আড়তদার সমিতির একাধিক ব্যবসায়ী জানান, জেলেরা রাতভর মাছ ধরে সকালে নিয়ে আসেন আড়তে। সেই মাছ ফ্রিজিং করে লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এরপর পৌঁছাতে প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা লাগে। আবার কোনো কোনো সময় নদীর নাব্যতা-সংকট, যান্ত্রিক ত্রুটি ও লঞ্চের ধীরগতির জন্য ২০ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়। দীর্ঘ সময় মাছ বরফে থাকার কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়। এ কারণে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কষ্টকর হয়। বাজারে দামও তুলনামূলক কম পাওয়া যায়।
ভাই ভাই মৎস্য আড়তের মালিক অমর দাস বলেন, ‘মাছের দাম কমবেশি হলে এর প্রভাব সরাসরি জেলেদের ওপর পড়ে। পদ্মা সেতু খুলে গেলে রাতে ধরা মাছ ভোরবেলাতেই সড়কপথে ঢাকা পাঠানো যাবে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টায়। এতে মাছের গুণগত মান যেমন অক্ষুণ্ন থাকবে, তেমনি দামও পাওয়া যাবে অন্যান্য এলাকার মাছের চেয়ে বেশি। পদ্মা সেতু খুলে গেলে প্রতিযোগিতার বাজারে আমরাই হব সেরা। জেলেরা বেশি লাভবান হবেন।’
প্রবীণ জেলে বাদশা মাঝি বলেন, ‘মাছ ধরি রাতভর কষ্ট করে মাঝেমধ্যে বাজার ভালো পাই, আবার কম পাই। মহাজন জানিয়েছেন, পদ্মা সেতু চালু হলেই নাকি আমাদের ভাগ্য খুলে যাবে। আমরা নাকি মাছ বিক্রি করে বেশি লাভ পাব।’
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, ‘উপজেলার জেলেদের দীর্ঘ বছরের একটি সমস্যা ছিল ঢাকায় নদীপথে মাছ পাঠানো। সেই সমস্যা দূর হবে পদ্মা সেতু চালু হলেই। আশা করা যাচ্ছে, উপজেলার জেলেদের ভাগ্য পরিবর্তনে পদ্মা সেতুর ভূমিকা অপরিসীম হয়ে উঠবে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বাউফল পৌরসভা থেকে ঢাকায় সরাসরি বিআরটিসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস চালু হবে ২৬ জুন থেকে। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ কৃষিপণ্য, যা নদীপথে আসা-যাওয়া করত, পদ্মা সেতু চালু হলে সড়কপথে আসা-যাওয়া করবে। এসব যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫