কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সাড়া মিলছে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় গুদামে ধান দিচ্ছেন না চাষিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবার এক লাখ ৬১ হাজার ২৯৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭১৬ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ২১ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ও ২৮ হাজার ১৫ মেট্রিক টন চাল কেনা হবে। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে ধান সংগ্রহে দাম পড়ছে ১ হাজার ৮০ টাকা মণ।
জেলার চান্দিনা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৪৬ মেট্রিক টন, দেবিদ্বারে ১ হাজার ৬৭৮ মেট্রিক টন, মুরাদনগরে ২ হাজার ২১২, দাউদকান্দিতে ৯৫৬, হোমনা ৬৯২, আদর্শ সদর উপজেলায় ৭৭২, বুড়িচং উপজেলায় ১ হাজার ২৪৪, বি-পাড়ায় ১ হাজার ১৪৫, চৌদ্দগ্রামে ১ হাজার ৫৯৩, লাকসামে ১ হাজার ২৪৮, নাঙ্গলকোটে ১ হাজার ৮৭৯, বরুড়ায় ১ হাজার ৭৮৬, মেঘনায় ৪৮০, তিতাস ৮৬৩, মনোহরগঞ্জে ১ হাজার ৫০৯, লালমাইয়ে ১ হাজার ৪৩ ও সদর দক্ষিণ উপজেলায় ১ হাজার ১৭১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বাঐখার গ্রামের কৃষক আব্দুল বারেক মিয়া জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। তাই গুদামে ধান বিক্রি করছি না।
সদর দক্ষিণের গলিয়ার কৃষক আহম্মদ আলী বলেন, ‘মোটা চালের ধান গুদামে বিক্রি করলে লাভ হয়। আর চিকন চালের ধান খোলা বাজারে বিক্রি করি।’
আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন, ‘উপজেলায় পুরোনো ও নতুন মিলিয়ে চার শতাধিক কৃষক অ্যাপের মাধ্যমে ধান দিতে আবেদন করেছেন। গতকাল বুধবার লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
বুড়িচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার বলেন, ‘উপজেলায় এখনো ধান সংগ্রহ করা হয়নি। আমাদের প্রস্তুতি আছে, কৃষক
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী জানান, জেলার ১৭টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় কৃষক অ্যাপস ও বাকি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
কৃষি অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, জেলায় আবাদ করা বোরোর ৫০ ভাগ কাটা-মাড়াই হয়েছে। পুরো ফসল ঘরে তুলতে একটু সময় লাগবে। কুমিল্লার কৃষকেরা উন্নতমানের চিকন চালের ধান আবাদ করেন। বাজারে দামও ভালো। তাই কৃষকেরা খাদ্য গুদামে বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করেন

কুমিল্লায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সাড়া মিলছে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় গুদামে ধান দিচ্ছেন না চাষিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবার এক লাখ ৬১ হাজার ২৯৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭১৬ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ২১ হাজার ৭১৬ মেট্রিক টন ধান ও ২৮ হাজার ১৫ মেট্রিক টন চাল কেনা হবে। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে ধান সংগ্রহে দাম পড়ছে ১ হাজার ৮০ টাকা মণ।
জেলার চান্দিনা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৪৬ মেট্রিক টন, দেবিদ্বারে ১ হাজার ৬৭৮ মেট্রিক টন, মুরাদনগরে ২ হাজার ২১২, দাউদকান্দিতে ৯৫৬, হোমনা ৬৯২, আদর্শ সদর উপজেলায় ৭৭২, বুড়িচং উপজেলায় ১ হাজার ২৪৪, বি-পাড়ায় ১ হাজার ১৪৫, চৌদ্দগ্রামে ১ হাজার ৫৯৩, লাকসামে ১ হাজার ২৪৮, নাঙ্গলকোটে ১ হাজার ৮৭৯, বরুড়ায় ১ হাজার ৭৮৬, মেঘনায় ৪৮০, তিতাস ৮৬৩, মনোহরগঞ্জে ১ হাজার ৫০৯, লালমাইয়ে ১ হাজার ৪৩ ও সদর দক্ষিণ উপজেলায় ১ হাজার ১৭১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বাঐখার গ্রামের কৃষক আব্দুল বারেক মিয়া জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। তাই গুদামে ধান বিক্রি করছি না।
সদর দক্ষিণের গলিয়ার কৃষক আহম্মদ আলী বলেন, ‘মোটা চালের ধান গুদামে বিক্রি করলে লাভ হয়। আর চিকন চালের ধান খোলা বাজারে বিক্রি করি।’
আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন, ‘উপজেলায় পুরোনো ও নতুন মিলিয়ে চার শতাধিক কৃষক অ্যাপের মাধ্যমে ধান দিতে আবেদন করেছেন। গতকাল বুধবার লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
বুড়িচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার বলেন, ‘উপজেলায় এখনো ধান সংগ্রহ করা হয়নি। আমাদের প্রস্তুতি আছে, কৃষক
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী জানান, জেলার ১৭টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় কৃষক অ্যাপস ও বাকি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
কৃষি অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, জেলায় আবাদ করা বোরোর ৫০ ভাগ কাটা-মাড়াই হয়েছে। পুরো ফসল ঘরে তুলতে একটু সময় লাগবে। কুমিল্লার কৃষকেরা উন্নতমানের চিকন চালের ধান আবাদ করেন। বাজারে দামও ভালো। তাই কৃষকেরা খাদ্য গুদামে বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করেন

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫