দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই ছাতকের লোকজনের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ট্রেন। গত বছরের ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেনটি। করোনা ভাইরাসের কারণে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
কিন্তু অন্যান্য রুটে ট্রেন চলাচল শুরু হলেও ছাতকে রেল চলাচল বন্ধ রয়েছে। এই কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। একজন যাত্রীর সড়ক পথে সিলেট যেতে গাড়ি ভাড়া লাগে ৮০ থেকে ১৩০ টাকা। আর রেলপথে ছাতক বাজার স্টেশন থেকে ভাড়া লাগে ১২ টাকা। তাই স্বল্প ভাড়া আর আরামদায়ক ভ্রমণ হিসেবে সাধারণ যাত্রীদের ট্রেনের ওপরই ভরসা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতক বাজার রেলস্টেশনের এলাকা জুড়ে ঝোপঝাড় আর যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে। ট্রেন বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীরা কেউ স্টেশনে আসেন না বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে মালবাহী ট্রেন যাতায়াতের সময় একজন কর্মচারী এসে তদারকি করে আবার চলে যান।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ছাতকে রেলপথ স্থাপিত হয় ১৯৫৪ সালে। শুরুতে এ স্টেশন থেকেই আন্তনগর সার্ভিস ঢাকা ও চট্টগ্রামে ট্রেন যাতায়াত করত।
প্রতিদিন এখান থেকে চারটি ট্রেন সিলেটে যাতায়াত করত। এ ছাড়া মালবাহী ৪টি ট্রেনে সিমেন্ট, পাথর, চুনাপাথর, তেজপাতা ও কমলাসহ বিভিন্ন ধরনের কাঁচামাল কম খরচে পরিবহন করা হতো।
ছাতক বাজার রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাকে প্রেষণে সিলেটে কাজ করতে হচ্ছে। কবে ট্রেন চলবে এই বিষয়ে আমার জানা নেই। ট্রেন চলাচলের বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫