Ajker Patrika

টানা পাঁচবার নির্বাচিত হলেন শাজাহান মিয়া

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ৫১
টানা পাঁচবার নির্বাচিত হলেন শাজাহান মিয়া

মির্জাপুরে টানা পঞ্চমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন উপজেলার বহুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া। তিনি ১৯৯১ সালে প্রথম বহুরিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথম সদস্য নির্বাচিত হন।

পরেও তিনি ওই ওয়ার্ড থেকে চারবার নির্বাচিত হয়ে হন। সর্বশেষ গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হোন। এ নিয়ে তিনি টানা পাঁচবার ইউপি সদস্য নির্বাচিত হলেন।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া জানান, তিনি সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই জনগণ তাঁকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছেন।

এ দিকে বীর মুক্তিযোদ্ধা শাজাহান শাজাহান মিয়াকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

এলাকার খবর
Loading...