
অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:

অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ দিন আগে