
ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব-অপুর পথ আলাদা হলেও ছেলে আব্রাহাম খান জয়কে ঘিরে তাঁদের সম্পর্ক রয়েছে। ওমানের রাজধানী মাসকট থেকে গতকাল রোববার শাকিব খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতিমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশনে লেখা ছিল, ‘ওমানে শোয়ের আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন শাকিব ভক্তরা। ভিডিওটিতে দেখা যায়, ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঠিক সে সময় তাঁর সঙ্গে ভিডিও কলে যুক্ত হন পুত্র জয়।
এদিকে বাবা-ছেলের এমন দৃশ্য দেখে চুপ থাকেননি শাকিবের ছোট পুত্র শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার শাকিব তাঁর দ্বিতীয় পুত্র বীরের সঙ্গেও কথা বলতে পারতেন—এমনটাই হয়তো বুবলী তাঁর স্ট্যাটাসে প্রকাশ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি তাঁরা বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তাঁর সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন, তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যদিও তাঁদের প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোমুখি হতে দেখা যায়। একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক কথাবার্তা সংবাদের শিরোনাম হয়েছে অনেকবার।
আরও খবর পড়ুন:

ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব-অপুর পথ আলাদা হলেও ছেলে আব্রাহাম খান জয়কে ঘিরে তাঁদের সম্পর্ক রয়েছে। ওমানের রাজধানী মাসকট থেকে গতকাল রোববার শাকিব খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতিমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশনে লেখা ছিল, ‘ওমানে শোয়ের আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন শাকিব ভক্তরা। ভিডিওটিতে দেখা যায়, ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঠিক সে সময় তাঁর সঙ্গে ভিডিও কলে যুক্ত হন পুত্র জয়।
এদিকে বাবা-ছেলের এমন দৃশ্য দেখে চুপ থাকেননি শাকিবের ছোট পুত্র শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’ বুবলীর এমন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার শাকিব তাঁর দ্বিতীয় পুত্র বীরের সঙ্গেও কথা বলতে পারতেন—এমনটাই হয়তো বুবলী তাঁর স্ট্যাটাসে প্রকাশ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের তিক্ততা থাকলেও একে অন্যের সন্তানের প্রতি তাঁরা বরাবরই সহানুভূতিশীল। অপু যেমন তাঁর সন্তান জয়কে ছোট ভাই বীরের প্রতি ভালোবাসার উপদেশ দেন, তেমনি বুবলীও জয়ের প্রতি বিভিন্ন সময় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যদিও তাঁদের প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোমুখি হতে দেখা যায়। একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক কথাবার্তা সংবাদের শিরোনাম হয়েছে অনেকবার।
আরও খবর পড়ুন:

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৩ ঘণ্টা আগে