Ajker Patrika

আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৩
শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি
শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি। বই ছাপানোর বিষয়ে দেশের সক্ষমতাটুকু এবারই প্রথম দেখা যাচ্ছে। দেরি তো হবেই। বোঝা গেল যে, দেশের ভেতরে আপাতত কিছু ঘাটতি আছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নতুন বই ছাপার কার্যক্রম এবার দেরিতে শুরু হয়েছে।

দেরির কারণও ব্যাখ্যা করে তিনি বলেন, বই পরিমার্জন করতে হয়েছে। পরিবর্তন করতে হয়েছে শিক্ষাক্রম। বইয়ের সংখ্যাও অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত