ইলিয়াস শান্ত, ঢাকা

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এত দিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসছে সরকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইউজিসির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি। গেল বছরের ২৯ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে সভাপতি করে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ আগস্টের সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান উপস্থিত থাকবেন। এ ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর অন্য প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এ ছাড়া কবে নতুন ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হতে পারে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরবর্তী ধাপগুলো কেমন হতে পারে, কবে ইউনিভার্সিটিটি ফুল স্কেলে কার্যক্রম শুরু করতে পারে— সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে।
এর আগে, ৯ জুলাই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এরপর গত ২৯ জুলাই সাত কলেজের স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এসব কলেজকে নিয়ে হতে যাওয়া নতুন এ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৩ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ আগস্ট।
এদিকে, আগামী ৫ আগস্টের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি আগে থেকেই জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ না এলে আগামী ৬ আগস্ট থেকে অধ্যাদেশ জারির আগপর্যন্ত তাঁরা আবার মাঠের কর্মসূচিতে ফিরে যাবেন।
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ থেকে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়েছেন।
এতে আরও বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না হওয়ায় বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন নানাভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পরিচয়হীনতার মতো সংকটগুলোও কাটছে না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে ৬ আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এত দিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসছে সরকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনসংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইউজিসির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি। গেল বছরের ২৯ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে সভাপতি করে চার সদস্যের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ আগস্টের সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান উপস্থিত থাকবেন। এ ছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর অন্য প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এ ছাড়া কবে নতুন ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হতে পারে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরবর্তী ধাপগুলো কেমন হতে পারে, কবে ইউনিভার্সিটিটি ফুল স্কেলে কার্যক্রম শুরু করতে পারে— সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে।
এর আগে, ৯ জুলাই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এরপর গত ২৯ জুলাই সাত কলেজের স্নাতক প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এসব কলেজকে নিয়ে হতে যাওয়া নতুন এ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৩ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ আগস্ট।
এদিকে, আগামী ৫ আগস্টের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি আগে থেকেই জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ না এলে আগামী ৬ আগস্ট থেকে অধ্যাদেশ জারির আগপর্যন্ত তাঁরা আবার মাঠের কর্মসূচিতে ফিরে যাবেন।
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ থেকে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়েছেন।
এতে আরও বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না হওয়ায় বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন নানাভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পরিচয়হীনতার মতো সংকটগুলোও কাটছে না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে ৬ আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
৭ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা
১৯ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতে অনেকে জিম মেম্বারশিপ নিই, কঠিন ডায়েট চার্ট বানাই; কিংবা নতুন কোনো কঠিন দক্ষতা শেখার প্রতিজ্ঞা করি। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, উন্নতি করতে হলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি, নিজেকে বদলানো বা উন্নত করার পথটা কঠিন, আর সেখানে ত্যাগের মাধ্যমেই কেবল সাফল্য আসে।
১৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
১ দিন আগে