Ajker Patrika

আঙ্গোরপোতা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯: ১১
আঙ্গোরপোতা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের আঙ্গোরপোতা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তের ভেতরে এ ঘটনা ঘটে বলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে। 

নিহত রবিউল ইসলাম টুকলু (৩৩) দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের এক থেকে দেড় শ গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবক টুকুলু গুলিতে নিহত হয়েছেন। তাঁর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেবে।’

ঘটনার বর্ণনা দিয়ে সুবেদার আমানুজ্জামান বলেন, গতকাল শনিবার গভীর রাতে ভারত-বাংলাদেশের পাঁচ থেকে ছয় জনের গরু ও অন্যান্য সামগ্রী পাচারকারীদের একটি দল সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপ-পিলারের কাছ দিয়ে প্রসাধনীসামগ্রী চোরাচালানের চেষ্টা করতে থাকে। বিএসএফের টহল দলের সদস্যরা ‘উভয় দেশের চোরাকারবারিদের’ দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই টুকলু নিহত হন। পরে লাশ কোচবিহারের মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘টুকলুদের বাড়ি সীমান্তের কাছেই। তাঁর পরিবার বলছে, চিনি আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন তিনি। এ সময় বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত