
যশোরের মনিরামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান (৬৫) ও তাঁর স্ত্রীর (৬০) হাত–মুখ বেঁধে দুটি গরু, ৫ ভরি স্বর্ণ ও বালিশ–কম্বল নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে আজ শনিবার সকালে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে বাড়িতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। রাত দুইটার দিকে ঘরে মুখোশধারী তিনজন ঢোকে। খালি গায়ে হাফ প্যান্ট পরিহিত তাদের হাতে দা–ছুরি ছিল। ঘরে ঢুকে ঘুম থেকে টেনে তুলে আমাদের কাপড় দিয়েই হাত–মুখ বেঁধে ফেলে তারা। এরপর ঘরের মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে।’
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, ‘ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের পাঁচ ভরি ওজনের বিভিন্ন অলংকার, টেলিভিশন, দুটো মোবাইল ফোন, টর্চ লাইটসহ কম্বল ও বালিশ নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরা বাঁধন খুলেছি। কিন্তু ভয়ে বাইরে বের হইনি। সকাল হলে বাইরে বেরিয়ে দেখি গোয়াল ঘর থেকে দুটো গরু নিয়ে গেছে তারা।’
রোহিতা ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আতিয়ার এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলেটা বিদেশে শ্রমিকের কাজ করছে। স্ত্রীকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। নতুন ছাদের ঘরের জানালা দরজা ভালো না। আতিয়ারের বাড়ি থেকে অন্য প্রতিবেশীদের বাড়ি খানিকটা দূরে হওয়ায় রাতে ডাকাতির ঘটনা কেউ টের পাননি।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’

যশোরের মনিরামপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান (৬৫) ও তাঁর স্ত্রীর (৬০) হাত–মুখ বেঁধে দুটি গরু, ৫ ভরি স্বর্ণ ও বালিশ–কম্বল নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে আজ শনিবার সকালে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে বাড়িতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। রাত দুইটার দিকে ঘরে মুখোশধারী তিনজন ঢোকে। খালি গায়ে হাফ প্যান্ট পরিহিত তাদের হাতে দা–ছুরি ছিল। ঘরে ঢুকে ঘুম থেকে টেনে তুলে আমাদের কাপড় দিয়েই হাত–মুখ বেঁধে ফেলে তারা। এরপর ঘরের মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে।’
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, ‘ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের পাঁচ ভরি ওজনের বিভিন্ন অলংকার, টেলিভিশন, দুটো মোবাইল ফোন, টর্চ লাইটসহ কম্বল ও বালিশ নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরা বাঁধন খুলেছি। কিন্তু ভয়ে বাইরে বের হইনি। সকাল হলে বাইরে বেরিয়ে দেখি গোয়াল ঘর থেকে দুটো গরু নিয়ে গেছে তারা।’
রোহিতা ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আতিয়ার এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলেটা বিদেশে শ্রমিকের কাজ করছে। স্ত্রীকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। নতুন ছাদের ঘরের জানালা দরজা ভালো না। আতিয়ারের বাড়ি থেকে অন্য প্রতিবেশীদের বাড়ি খানিকটা দূরে হওয়ায় রাতে ডাকাতির ঘটনা কেউ টের পাননি।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে