নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার আড়াপড়া মহল্লায় হত্যার এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলমের ছেলে। তিনি আড়াপাড়ার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সহযোগীর সঙ্গে সাজ্জাদ ও তাঁর বন্ধুদের হাতাহাতি হয়। খবর পেয়ে স্বপন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি মিয়া নামে নিহতের এক আত্মীয় বলেন, ‘স্বপন দুর্ধর্ষ প্রকৃতির তরুণ। তিনি একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলার আসামি। স্বপনের নেতৃত্বেই সাজ্জাদকে হত্যা করা হয়েছে।’
নিহতের খালু নজরুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ ও তাঁর বন্ধুরা শুক্রবার রাতে আড়াপাড়া বালুর মাঠে আড্ডা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সদস্য রিকশাযোগে সেখান দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তাঁর বন্ধুদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদের বন্ধুরা স্বপনের দুই সহযোগীকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরপরই স্বপনের দুই সহযোগী ঘটনাস্থল ত্যাগ করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বপনসহ তাঁর গ্যাংয়ের আরও সাত-আটজন গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার আড়াপড়া মহল্লায় হত্যার এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলমের ছেলে। তিনি আড়াপাড়ার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সহযোগীর সঙ্গে সাজ্জাদ ও তাঁর বন্ধুদের হাতাহাতি হয়। খবর পেয়ে স্বপন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি মিয়া নামে নিহতের এক আত্মীয় বলেন, ‘স্বপন দুর্ধর্ষ প্রকৃতির তরুণ। তিনি একাধিক হত্যা, ছিনতাই ও মাদক মামলার আসামি। স্বপনের নেতৃত্বেই সাজ্জাদকে হত্যা করা হয়েছে।’
নিহতের খালু নজরুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ ও তাঁর বন্ধুরা শুক্রবার রাতে আড়াপাড়া বালুর মাঠে আড্ডা দিচ্ছিলেন। রাত ১১টার দিকে কিশোর গ্যাং নেতা স্বপনের দুই সদস্য রিকশাযোগে সেখান দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তাঁর বন্ধুদের পরিচয় জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদের বন্ধুরা স্বপনের দুই সহযোগীকে চড়-থাপ্পড় দেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরপরই স্বপনের দুই সহযোগী ঘটনাস্থল ত্যাগ করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর স্বপনসহ তাঁর গ্যাংয়ের আরও সাত-আটজন গিয়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে