মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে রাবেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মো. শাহজাহান শুকুর আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধা রাবেয়া নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের রয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সদর উপজেলার বেংরুই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে বেংরুই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার প্রতিবেশী শুকুর আলী বৃদ্ধাকে দুই বাড়ির মধ্যখানের একটি খাদে যান। সেখানে ধারালো বটি দিয়ে মাথাসহ ঘাড়ে একাধিক কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে হত্যা করে পালিয়ে যান।
পরে নিহতের বড় ছেলে আলী রেজার কাছ থেকে হত্যার খবর পেয়ে মানিকগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও হত্যাকারীর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার সরুপাই এলাকা থেকে শাহজাহান শুকুরকে গ্রেপ্তার করা হয়।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই গ্রামেরই বখাটে যুবক শাহজাহান শুকুর আলী ধারালো বটি দিয়ে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন বাদী হয়ে শাহজাহান শুক্কুর ও তাঁর বাবা আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মানিকগঞ্জে রাবেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মো. শাহজাহান শুকুর আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধা রাবেয়া নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের রয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সদর উপজেলার বেংরুই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে বেংরুই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার প্রতিবেশী শুকুর আলী বৃদ্ধাকে দুই বাড়ির মধ্যখানের একটি খাদে যান। সেখানে ধারালো বটি দিয়ে মাথাসহ ঘাড়ে একাধিক কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে হত্যা করে পালিয়ে যান।
পরে নিহতের বড় ছেলে আলী রেজার কাছ থেকে হত্যার খবর পেয়ে মানিকগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও হত্যাকারীর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার সরুপাই এলাকা থেকে শাহজাহান শুকুরকে গ্রেপ্তার করা হয়।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই গ্রামেরই বখাটে যুবক শাহজাহান শুকুর আলী ধারালো বটি দিয়ে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন বাদী হয়ে শাহজাহান শুক্কুর ও তাঁর বাবা আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে