নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মরম, মহিম, করিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী। আসামিরা সবাই ধোবাউড়া থানার বতিহালা গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মৃত উজ্জ্বল মিয়া একজন ব্যবসায়ী ছিলেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনানুযায়ী ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফেরার পথে বতিহালা গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম এবং দুইটি পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধোবাউড়া হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত উজ্জ্বলের বড় ভাই মোহাম্মদ কুদরত আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে, বিচার চলাকালে আসামি আব্দুর রশিদ মারা যান।

ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মরম, মহিম, করিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-ইসলাম, এমদাদুল, কুদরত আলী ও হাছেন আলী। আসামিরা সবাই ধোবাউড়া থানার বতিহালা গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায়ে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মৃত উজ্জ্বল মিয়া একজন ব্যবসায়ী ছিলেন। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনানুযায়ী ২০১৩ সালের ২৭ মার্চ রাত ৯টার দিকে তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফেরার পথে বতিহালা গ্রামের ইবতেদায়ি মাদ্রাসার উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম এবং দুইটি পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ধোবাউড়া হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত উজ্জ্বলের বড় ভাই মোহাম্মদ কুদরত আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে, বিচার চলাকালে আসামি আব্দুর রশিদ মারা যান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে