Ajker Patrika

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮: ৫০
আজিজুর রহমান মুছাব্বির। ছবি: সংগৃহীত
আজিজুর রহমান মুছাব্বির। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজিজুর রহমান মুছাব্বির নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাত ৮টার পর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় মুছাব্বিরকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, তাঁর (মুছাব্বির) পেটে তিনটি গুলি লেগেছিল।

আজিজুল হক মুছাব্বির বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খবর শুনে বিআরবি হাসপাতালের সামনে ও কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন নেতা-কর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মুছাব্বিরের সঙ্গে সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ মাসুদের সঙ্গে হাসপাতালে আসা জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর বাসা কেরানীগঞ্জে।

ঢাকা মেডিকেলের সামনে ঘটনার বর্ণনায় জাবেদ সাংবাদিকদের বলেন, আজ রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির, মাসুদসহ কয়েকজন পশ্চিম তেজতুরী এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে করে এসে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান।

এতে মাসুদও গুলিবিদ্ধ হন। দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, পরে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত