ক্রীড়া ডেস্ক

পুরো মৌসুম জুড়ে ব্যর্থ ঋষভ পন্ত গতকাল চেয়েছিলেন এবারের আইপিএলের শেষটা ভালো করতে। সেঞ্চুরি করে সেই মঞ্চটা তৈরি করে রাখেন পন্ত। তিন অঙ্ক ছোঁয়ার পর ডিগবাজিও দেন তিনি। কিন্তু বোলারদের ব্যর্থতায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত রাতে ২২৭ রান করেও পন্তের লক্ষ্ণৌ ৬ উইকেটে ম্যাচ হেরেছে। হারের পর পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার লক্ষ্ণৌ এই অপরাধ করায় পন্তকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বেঙ্গালুরুর বিপক্ষে দ্বাদশে থাকা লক্ষ্ণৌর অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এবারের আইপিএলে লক্ষ্ণৌর স্লো-ওভার রেটের ঘটনা প্রথমবার ঘটেছিল ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। দ্বিতীয়বার এই অপরাধে শাস্তি পেয়েছেন ২৬ এপ্রিল ওয়াংখেড়েতে। এই ম্যাচেও লক্ষ্ণৌর প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গত রাতে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচটি হয়েছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন পন্ত।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পন্ত শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে পন্তের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চন্ডিগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ। আর লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পন্ত সবকটি ম্যাচই খেলেছেন। ২৪.৪৫ গড় ও ১৩৩.১৬ স্ট্রাইকরেটে করেন ২৬৯ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেন তিনি।

পুরো মৌসুম জুড়ে ব্যর্থ ঋষভ পন্ত গতকাল চেয়েছিলেন এবারের আইপিএলের শেষটা ভালো করতে। সেঞ্চুরি করে সেই মঞ্চটা তৈরি করে রাখেন পন্ত। তিন অঙ্ক ছোঁয়ার পর ডিগবাজিও দেন তিনি। কিন্তু বোলারদের ব্যর্থতায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস সান্ত্বনার জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত রাতে ২২৭ রান করেও পন্তের লক্ষ্ণৌ ৬ উইকেটে ম্যাচ হেরেছে। হারের পর পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার লক্ষ্ণৌ এই অপরাধ করায় পন্তকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বেঙ্গালুরুর বিপক্ষে দ্বাদশে থাকা লক্ষ্ণৌর অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এবারের আইপিএলে লক্ষ্ণৌর স্লো-ওভার রেটের ঘটনা প্রথমবার ঘটেছিল ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। দ্বিতীয়বার এই অপরাধে শাস্তি পেয়েছেন ২৬ এপ্রিল ওয়াংখেড়েতে। এই ম্যাচেও লক্ষ্ণৌর প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর গত রাতে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচটি হয়েছে অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে। ৬১ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন পন্ত।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পন্ত শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে পন্তের প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ হার্দিক পান্ডিয়া খেলতে পারেননি। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চন্ডিগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ। আর লক্ষ্ণৌ ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পন্ত সবকটি ম্যাচই খেলেছেন। ২৪.৪৫ গড় ও ১৩৩.১৬ স্ট্রাইকরেটে করেন ২৬৯ রান। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেন তিনি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে