বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজী বাড়ির পাশের পুকুরঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই নারীর কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত রাফিয়া বেগম (৪৪) ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাঁসপাড়া এলাকার আবুল হাশেমের স্ত্রী।
উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন রাফিয়া বেগম। আরেফুল কাদের চৌধুরীর স্ত্রী ও সন্তানেরা অন্য স্থানে থাকতেন। এ কারণে ছনুয়ায় ওই বাড়িতে একাই থাকতেন রাফিয়া বেগম।
আজ ভোরে আরেফুল কাদেরের বাড়ি সংলগ্ন পুকুরের ঘাটে রাফিয়া বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ছেলে মামুনর রশিদ বলেন, ‘আমার মা একজন প্রতিবন্ধী। তাঁর এক পা ভাঙা। বিগত ছয় মাস আগে থেকে আমার মা ছনুয়া মনুমিয়াজি বাড়ির মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই, আমার মায়ের খুন হওয়ার বিষয়টি। কে বা কারা আমার মাকে খুন করেছে তা সঠিক জানি না।’
বাঁশখালী থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার বলেন, ‘রাফিয়া বেগম নামের এক নারীর লাশ পুকুর ঘাট থেকে উদ্ধার করেছি। তাঁর কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।’
ময়নাতদন্তের জন্য লাশ চমেক’র মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

চট্টগ্রামের বাঁশখালীতে এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজী বাড়ির পাশের পুকুরঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই নারীর কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত রাফিয়া বেগম (৪৪) ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাঁসপাড়া এলাকার আবুল হাশেমের স্ত্রী।
উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন রাফিয়া বেগম। আরেফুল কাদের চৌধুরীর স্ত্রী ও সন্তানেরা অন্য স্থানে থাকতেন। এ কারণে ছনুয়ায় ওই বাড়িতে একাই থাকতেন রাফিয়া বেগম।
আজ ভোরে আরেফুল কাদেরের বাড়ি সংলগ্ন পুকুরের ঘাটে রাফিয়া বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ছেলে মামুনর রশিদ বলেন, ‘আমার মা একজন প্রতিবন্ধী। তাঁর এক পা ভাঙা। বিগত ছয় মাস আগে থেকে আমার মা ছনুয়া মনুমিয়াজি বাড়ির মৃত আরেফুল কাদের চৌধুরীর বাড়িতে কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই, আমার মায়ের খুন হওয়ার বিষয়টি। কে বা কারা আমার মাকে খুন করেছে তা সঠিক জানি না।’
বাঁশখালী থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার বলেন, ‘রাফিয়া বেগম নামের এক নারীর লাশ পুকুর ঘাট থেকে উদ্ধার করেছি। তাঁর কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।’
ময়নাতদন্তের জন্য লাশ চমেক’র মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৫ দিন আগে