Ajker Patrika

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

 কুমিল্লা প্রতিনিধি 
নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা
কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আলিপুর গ্রামে কবর জিয়ারত করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টোর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আলিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মনিরুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসী হামলায় একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টো নিহত হন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম আলিপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত