আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গতকাল শনিবার বিকেলে ছিনতাইয়ের পর চালককে অজ্ঞান অবস্থায় উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
আহত ইজিবাইকচালক উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শামসুল হক সিকদারের ছেলে এরশাদুল হক সিকদার (৩৫)।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে ওই ইজিবাইকচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ইজিবাইকচালকের ভাই রজত সিকদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কেনেন এরশাদুল হক। গতকাল বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর উপজেলা সদর থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁকে নিয়ে গৌরনদী মৌরী ক্লিনিকের সামনে নিয়ে যান। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারকে অচেতন করে একটি প্রাইভেটকারে নিয়ে উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে রেখে যান ছিনতাইকারীরা। পরে ইজিবাইকচালকের কাছ থেকে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এদিকে একের পর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিনচালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যানচালকদের মধ্যে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বক্তিয়ার আল মামুন জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গতকাল শনিবার বিকেলে ছিনতাইয়ের পর চালককে অজ্ঞান অবস্থায় উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
আহত ইজিবাইকচালক উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শামসুল হক সিকদারের ছেলে এরশাদুল হক সিকদার (৩৫)।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে ওই ইজিবাইকচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ইজিবাইকচালকের ভাই রজত সিকদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কেনেন এরশাদুল হক। গতকাল বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর উপজেলা সদর থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁকে নিয়ে গৌরনদী মৌরী ক্লিনিকের সামনে নিয়ে যান। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারকে অচেতন করে একটি প্রাইভেটকারে নিয়ে উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে রেখে যান ছিনতাইকারীরা। পরে ইজিবাইকচালকের কাছ থেকে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এদিকে একের পর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিনচালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যানচালকদের মধ্যে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বক্তিয়ার আল মামুন জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৯ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে