Ajker Patrika

ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতলেন অটোরিকশাচালক তারেক

ফেনী প্রতিনিধি
ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জিতলেন অটোরিকশাচালক তারেক
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

ফেনী শহরের ধলিয়া এলাকায় বাবা-মা ও তিন বোন নিয়ে বসবাস করেন সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ তারেক রহমান (২২)। পরিবারের হাল ধরতে মাত্র ১২ বছর বয়স থেকে প্রথমে গ্যারেজ করেন। পরে অটোরিকশা চালানো শুরু করেন তারেক। ছয় সদস্যের সংসারের ভার টানতেই যেখানে হিমশিম খেতে হয় তারেকের সেখানে মা ফরিদা আক্তারের শখ ঘরে একটা ফ্রিজ আনার। মায়ের শখ পূরণ করতে টাকা জমিয়ে ২৯ হাজার ৩০০ টাকা দিয়ে ওয়ালটনের একটা ফ্রিজ কিনে ভাগ্য বদলে গেল তারেকের।

ওয়ালটন ফ্রিজের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ প্রোগ্রামে ফ্রিজ কিনে তারেক হয়ে যান ডবল মিলিয়নিয়ার। গতকাল মঙ্গলবার ফেনীর ওয়াপদা মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে পুরস্কারের চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি প্রমুখ।

২০ লাখ টাকা জেতার অনুভূতি জানাতে গিয়ে তারেক বলেন, ‘আমি একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা কৃষি কাজ করেন। পরিবারে একমাত্র আমিই উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের জন্য অল্প বয়স থেকে কাজে নামতে হয়েছে। কখনো ভাবিনি এত বড় পুরস্কার পাব। ওয়ালটন আমার জীবনটাই বদলে দিয়েছে। এ টাকা দিয়ে আমি আমার পরিবারকে স্বাবলম্বী করার কাজে ব্যয় করব। কিছু ধারদেনা আছে, সেসব পরিশোধ করব।’

তারেক বলেন, গত ১৯ নভেম্বর ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনতে গেলে প্লাজার কর্মীরা বলেন, ‘ফ্রিজ কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ আছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। ফ্রিজ কিনে বাড়ি যাওয়ার পর ওয়ালটন থেকে ফোন করে জানায় আমি ২০ লাখ টাকা বিজয়ী হয়েছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ।’

বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ হস্তান্তর শেষে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘ওয়ালটন দেশের মানুষের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। মানুষ যেন সাধ্যের মধ্যে ইলেকট্রনিকস সামগ্রী ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে ওয়ালটন। পণ্য বিক্রির মাধ্যমে শুধু ব্যবসায়ই নয়, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে অনেক গরিব অসচ্ছল মানুষের ভাগ্য বদলে দিতে কাজ করছে ওয়ালটন। আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ ভালো থাকলে আমরা সকলে ভালো থাকতে পারব।’

আমিন খান বলেন, ফেনীর মানুষের ভাগ্য সব সময়ই ভালো। আগেও আমি কয়েকবার ফেনীতে পুরস্কারের অর্থ হস্তান্তর করতে এসেছি। এবারও একজন হতদরিদ্র অটোরিকশাচালক ২০ লাখ টাকা জিতে নিলেন। এটা এ জেলার জন্য গর্বের ও একই সঙ্গে আনন্দের। আমরা চাই, সাধারণ মানুষ আরও বেশি বেশি ওয়ালটন ফ্রিজ কিনুক এবং বেশি বেশি পুরস্কার জিতুক।’

ফেনী ওয়াপদা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুহুরী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান বকুল, লাতু মিয়া অ্যান্ড সন্সের পরিচালক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সমন্বয়ক গিয়াস উদ্দিন হেলাল ও ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. জয়নাল আবেদীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত