অনলাইন ডেস্ক
দেশের সোনার বাজারে চলমান অস্থিরতার মধ্যে মাত্র দুই দিনের ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা।
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ থেকে কার্যকর নতুন দামে সোনা কেনাবেচা হবে বলে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মাত্র দুদিন আগে সোনার ভরির দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা এবং সনাতন পদ্ধতিতে সোনার ভরি হবে ৯৯ হাজার ৮৭৮ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের নিম্নমুখী প্রবণতা এবং স্থানীয় বাজারে ক্রেতা চাহিদার ঘাটতি এই মূল্য হ্রাসের প্রধান কারণ। এর পাশাপাশি, স্থানীয় অর্থনৈতিক মন্দাও সোনার বাজারকে প্রভাবিত করছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই আমরা প্রতিদিন দাম নির্ধারণ করি। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং দেশীয় অর্থনীতির প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহে সোনার বাজারে আরও পরিবর্তন আসতে পারে। তবে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আপাতত কম।
দুই দিনে দুই দফায় সোনার দাম কমানোর ফলে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সোনার বাজার স্থিতিশীল হওয়া এখন সময়ের দাবি।
দেশের সোনার বাজারে চলমান অস্থিরতার মধ্যে মাত্র দুই দিনের ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা।
আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ থেকে কার্যকর নতুন দামে সোনা কেনাবেচা হবে বলে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মাত্র দুদিন আগে সোনার ভরির দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা এবং সনাতন পদ্ধতিতে সোনার ভরি হবে ৯৯ হাজার ৮৭৮ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের নিম্নমুখী প্রবণতা এবং স্থানীয় বাজারে ক্রেতা চাহিদার ঘাটতি এই মূল্য হ্রাসের প্রধান কারণ। এর পাশাপাশি, স্থানীয় অর্থনৈতিক মন্দাও সোনার বাজারকে প্রভাবিত করছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই আমরা প্রতিদিন দাম নির্ধারণ করি। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং দেশীয় অর্থনীতির প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহে সোনার বাজারে আরও পরিবর্তন আসতে পারে। তবে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আপাতত কম।
দুই দিনে দুই দফায় সোনার দাম কমানোর ফলে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সোনার বাজার স্থিতিশীল হওয়া এখন সময়ের দাবি।
নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর কৌশল ব্যর্থ হওয়ার পর সেই নীতি থেকে সরে এসে আগের সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, তবে তা নীতি সুদহার বাড়ানোর ফলে নয়, মৌসুমী সরবরাহ বৃদ্ধির কারণে।
২ ঘণ্টা আগেশিপব্রেকিং বা জাহাজ ভাঙা শিল্পে দুই শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ ও ভারত। কিন্তু পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোও ছোট পরিসরে এই খাতে কাজ শুরু করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আর এতে চাপে পড়েছে বাংলাদেশ ও ভারত। তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো ক্রমশ পরিত্যক্ত জাহাজগুলোর শেষ গন্তব্য হিসেবে আবির্ভূত...
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনার পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। এই রুটে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমে গেছে। এতে পানগাঁও বন্দরের ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমও মারাত্মকভাবে ভাটা পড়েছে। একসময় যে রুটকে বিকল্প সমাধান হিসেবে দেখা হয়েছিল, এখন
১৬ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৩৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৪৭ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। যা ২০২৩ সালের তুলনায় মাত্র ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ডলার বেশি। প্রবৃদ্ধির হার
১৭ ঘণ্টা আগে