Ajker Patrika

সোনার দাম কমল, ভরি নামল ১ লাখ ৪০ হাজার টাকার নিচে

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের সোনার বাজারে চলমান অস্থিরতার মধ্যে মাত্র দুই দিনের ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা।

আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ থেকে কার্যকর নতুন দামে সোনা কেনাবেচা হবে বলে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মাত্র দুদিন আগে সোনার ভরির দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ, ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ১ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা এবং সনাতন পদ্ধতিতে সোনার ভরি হবে ৯৯ হাজার ৮৭৮ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের নিম্নমুখী প্রবণতা এবং স্থানীয় বাজারে ক্রেতা চাহিদার ঘাটতি এই মূল্য হ্রাসের প্রধান কারণ। এর পাশাপাশি, স্থানীয় অর্থনৈতিক মন্দাও সোনার বাজারকে প্রভাবিত করছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই আমরা প্রতিদিন দাম নির্ধারণ করি। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং দেশীয় অর্থনীতির প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহে সোনার বাজারে আরও পরিবর্তন আসতে পারে। তবে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আপাতত কম।

দুই দিনে দুই দফায় সোনার দাম কমানোর ফলে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সোনার বাজার স্থিতিশীল হওয়া এখন সময়ের দাবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত