নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা।
মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার’ শীর্ষক সেমিনারে বিদেশি বিনিয়োগকারীদের এই দৃষ্টিকোণ প্রকাশ পায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। প্যানেল আলোচনার সঞ্চালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুইডেনভিত্তিক টুন্ড্রা ফন্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাটিয়াস মার্টিনসন বলেন, ‘উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় অনেক পিছিয়ে। লেনদেনের পরিমাণ গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম, পিই রেশিও নিম্নমুখী। মানসম্মত কোম্পানি কম থাকায় বিনিয়োগের সুযোগ সীমিত। বাজারে উন্নতি আনার প্রথম ধাপ হতে পারে আরও ভালো কোম্পানি তালিকাভুক্তি এবং স্বচ্ছ, বিনিয়োগবান্ধব নীতিকাঠামো গড়ে তোলা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সাধারণত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকে। সবকিছু স্থিতিশীল হলে আমরা বাংলাদেশে বিনিয়োগে প্রবেশ করব।’
অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, ‘বাংলাদেশের অর্থনীতি অতিরিক্ত নিয়ন্ত্রিত। নিয়মকানুন বেশি, নীতিতেও বিকৃতি রয়েছে। মুক্তবাজারের সঙ্গে এটি সাংঘর্ষিক। আমাদের বাজারকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। বিদেশিরা আসছে, কিন্তু তারা বিনিয়োগ শুরু করবে নির্বাচনের পর।’
মূল প্রবন্ধে র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংস্কারে গতি আনতে পারলে বেসরকারি খাতের আস্থা বাড়বে। পরবর্তী সরকারের প্রথম কাজ হবে—স্থিতিশীলতা ধরে রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বাড়ানো এবং প্রথম ১০০ দিনের মধ্যে সংস্কারের স্পষ্ট বার্তা দেওয়া।’
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘সুদ, বৈদেশিক মুদ্রা, পণ্য ও পুঁজিবাজারের মধ্যে আমরা সবচেয়ে পিছিয়ে পুঁজিবাজারে। এখানেই মনোযোগ বাড়াতে হবে। নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাবে।’
বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ‘মূল্যনির্ধারণ সম্পূর্ণ বাজারনির্ভর হওয়া উচিত। আইপিও বা নিলামে অংশগ্রহণকারীরাই কোম্পানির শেয়ারের দাম নির্ধারণ করবে। বিনিয়োগকারীরা স্বচ্ছ তথ্যের মাধ্যমে মান ঠিক করবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আতিকুর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার, নৈতিক শাসন এবং মানবকল্যাণের ওপর বিশ্বাস করি। তবে এর মানে এই নয় যে হঠাৎ বা বিশৃঙ্খলভাবে অর্থনীতিতে পরিবর্তন আনা হবে। ধাপে ধাপে বাস্তবসম্মতভাবে এগোনোই সঠিক পথ।’

উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা।
মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি ও পুঁজিবাজার’ শীর্ষক সেমিনারে বিদেশি বিনিয়োগকারীদের এই দৃষ্টিকোণ প্রকাশ পায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। প্যানেল আলোচনার সঞ্চালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সুইডেনভিত্তিক টুন্ড্রা ফন্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ম্যাটিয়াস মার্টিনসন বলেন, ‘উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় অনেক পিছিয়ে। লেনদেনের পরিমাণ গত দশ বছরের মধ্যে সবচেয়ে কম, পিই রেশিও নিম্নমুখী। মানসম্মত কোম্পানি কম থাকায় বিনিয়োগের সুযোগ সীমিত। বাজারে উন্নতি আনার প্রথম ধাপ হতে পারে আরও ভালো কোম্পানি তালিকাভুক্তি এবং স্বচ্ছ, বিনিয়োগবান্ধব নীতিকাঠামো গড়ে তোলা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান কনটেক্সচুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসে বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সাধারণত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকে। সবকিছু স্থিতিশীল হলে আমরা বাংলাদেশে বিনিয়োগে প্রবেশ করব।’
অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, ‘বাংলাদেশের অর্থনীতি অতিরিক্ত নিয়ন্ত্রিত। নিয়মকানুন বেশি, নীতিতেও বিকৃতি রয়েছে। মুক্তবাজারের সঙ্গে এটি সাংঘর্ষিক। আমাদের বাজারকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। বিদেশিরা আসছে, কিন্তু তারা বিনিয়োগ শুরু করবে নির্বাচনের পর।’
মূল প্রবন্ধে র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংস্কারে গতি আনতে পারলে বেসরকারি খাতের আস্থা বাড়বে। পরবর্তী সরকারের প্রথম কাজ হবে—স্থিতিশীলতা ধরে রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বাড়ানো এবং প্রথম ১০০ দিনের মধ্যে সংস্কারের স্পষ্ট বার্তা দেওয়া।’
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘সুদ, বৈদেশিক মুদ্রা, পণ্য ও পুঁজিবাজারের মধ্যে আমরা সবচেয়ে পিছিয়ে পুঁজিবাজারে। এখানেই মনোযোগ বাড়াতে হবে। নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাবে।’
বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ‘মূল্যনির্ধারণ সম্পূর্ণ বাজারনির্ভর হওয়া উচিত। আইপিও বা নিলামে অংশগ্রহণকারীরাই কোম্পানির শেয়ারের দাম নির্ধারণ করবে। বিনিয়োগকারীরা স্বচ্ছ তথ্যের মাধ্যমে মান ঠিক করবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আতিকুর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার, নৈতিক শাসন এবং মানবকল্যাণের ওপর বিশ্বাস করি। তবে এর মানে এই নয় যে হঠাৎ বা বিশৃঙ্খলভাবে অর্থনীতিতে পরিবর্তন আনা হবে। ধাপে ধাপে বাস্তবসম্মতভাবে এগোনোই সঠিক পথ।’

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
৫ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
৫ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
৯ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সম্ভাব্য সুপারিশগুলো
১০ ঘণ্টা আগে