
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় গভীর শোক ও চরম উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও জুতা বিক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে প্রায় ১ হাজার ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত এই ব্যবসায়ী সমিতি। দেশের পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কাছেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে এএএফএ বলেছে, ‘শহিদুলের হত্যাকাণ্ড যেমন তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, তেমনি তা বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও সামগ্রিক কল্যাণ বিবেচনায় পরিস্থিতির অবনতির প্রতিফলন। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে আমরা বলতে চাই, তাঁর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং এ ধরনের ঘৃণ্য কাজ যে সহ্য করা হবে না, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
গত ২৫ জুন গাজীপুর মহানগরীর গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকায় হামলায় আহত হয়ে শ্রমিকনেতা শহিদুল ইসলাম মারা যান। তাঁর সহকর্মীদের অভিযোগ ছিল, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের পক্ষে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশে শ্রমিক ইউনিয়ন ও নেতাদের ওপর যেভাবে একের পর হামলা করা হচ্ছে এবং নতুন শ্রমিক ইউনিয়নের নিবন্ধনে যেভাবে বিলম্ব ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে, শহিদুলের হত্যাকাণ্ড তার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ। শ্রমিক অধিকার, যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হৃদ্যতাপূর্ণ শ্রম পরিবেশের উন্নয়নে সংগঠনের অধিকারের বিকল্প নেই।
এর পরিপ্রেক্ষিতে দেশে বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার যে প্রক্রিয়া চলছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এএএফএ। সংগঠনটি বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি পর্যালোচনা জরুরি এবং মজুরি বৃদ্ধির আলোচনায় প্রকৃত শ্রমিকনেতাদের যুক্ত করা দরকার। উন্মুক্ত আলোচনা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এটা করা জরুরি।
সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলো মনে করে, এবার যে ন্যূনতম মজুরি নির্ধারিত হবে, তা বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, মহামারির প্রভাব ও সরবরাহব্যবস্থার সংকট আমলে নিয়ে করা হবে।
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে এএএফএ।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় গভীর শোক ও চরম উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক ও জুতা বিক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে প্রায় ১ হাজার ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত এই ব্যবসায়ী সমিতি। দেশের পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কাছেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
চিঠিতে এএএফএ বলেছে, ‘শহিদুলের হত্যাকাণ্ড যেমন তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, তেমনি তা বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও সামগ্রিক কল্যাণ বিবেচনায় পরিস্থিতির অবনতির প্রতিফলন। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সুর মিলিয়ে আমরা বলতে চাই, তাঁর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং এ ধরনের ঘৃণ্য কাজ যে সহ্য করা হবে না, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
গত ২৫ জুন গাজীপুর মহানগরীর গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকায় হামলায় আহত হয়ে শ্রমিকনেতা শহিদুল ইসলাম মারা যান। তাঁর সহকর্মীদের অভিযোগ ছিল, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের পক্ষে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশে শ্রমিক ইউনিয়ন ও নেতাদের ওপর যেভাবে একের পর হামলা করা হচ্ছে এবং নতুন শ্রমিক ইউনিয়নের নিবন্ধনে যেভাবে বিলম্ব ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে, শহিদুলের হত্যাকাণ্ড তার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ। শ্রমিক অধিকার, যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হৃদ্যতাপূর্ণ শ্রম পরিবেশের উন্নয়নে সংগঠনের অধিকারের বিকল্প নেই।
এর পরিপ্রেক্ষিতে দেশে বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার যে প্রক্রিয়া চলছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এএএফএ। সংগঠনটি বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি পর্যালোচনা জরুরি এবং মজুরি বৃদ্ধির আলোচনায় প্রকৃত শ্রমিকনেতাদের যুক্ত করা দরকার। উন্মুক্ত আলোচনা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এটা করা জরুরি।
সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলো মনে করে, এবার যে ন্যূনতম মজুরি নির্ধারিত হবে, তা বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, মহামারির প্রভাব ও সরবরাহব্যবস্থার সংকট আমলে নিয়ে করা হবে।
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে এএএফএ।

অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।
৭ ঘণ্টা আগে
বাণিজ্যিক পোলট্রি খামারের জন্য এক দিন বয়সী প্যারেন্ট স্টক বা প্রজননকারী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে চায় সরকার। জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬-এর চূড়ান্ত খসড়ায় এ ধরনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় বলা হয়, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ধাপে ধাপে আমদানিনির্ভরতা কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
৭ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
১০ ঘণ্টা আগে
নিপ্পন পেইন্ট বাংলাদেশকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের লক্ষ্য হলো নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটর কালেকশন ব্যবস্থায় রিসিভেবল ম্যানেজমেন্ট শক্তিশালী, কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
১০ ঘণ্টা আগে