নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে পার করছে দেশের পুঁজিবাজার। এরপরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ছয় শ কোটি টাকার ওপরে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল।
গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় দরপতন দিয়ে। পরের চার কার্যদিবসেও বেশ অস্থিরতা দেখা যায়। এক কার্যদিবসে সূচক কিছুটা বাড়লেই পরের কার্যদিবসে পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। এরপরও সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির, আর ২১২টির অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭০ কোটি টাকা বা দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৯২ কোটি টাকা বা দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা। এর আগে টানা চার সপ্তাহের পতনে বাজার মূলধন কমে ১২ হাজার ৭১২ কোটি টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৮১ লাখ টাকা বা ৩০ দশমিক ৭৮ শতাংশ।

এক সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে পার করছে দেশের পুঁজিবাজার। এরপরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ছয় শ কোটি টাকার ওপরে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল।
গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় দরপতন দিয়ে। পরের চার কার্যদিবসেও বেশ অস্থিরতা দেখা যায়। এক কার্যদিবসে সূচক কিছুটা বাড়লেই পরের কার্যদিবসে পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। এরপরও সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির, আর ২১২টির অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭০ কোটি টাকা বা দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৯২ কোটি টাকা বা দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা। এর আগে টানা চার সপ্তাহের পতনে বাজার মূলধন কমে ১২ হাজার ৭১২ কোটি টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৮১ লাখ টাকা বা ৩০ দশমিক ৭৮ শতাংশ।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় নেতারা এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক কর্মকর্তাদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে ২০০২ সালে স্থাপিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
২১ মিনিট আগে
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
৩ ঘণ্টা আগে