নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে পার করছে দেশের পুঁজিবাজার। এরপরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ছয় শ কোটি টাকার ওপরে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল।
গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় দরপতন দিয়ে। পরের চার কার্যদিবসেও বেশ অস্থিরতা দেখা যায়। এক কার্যদিবসে সূচক কিছুটা বাড়লেই পরের কার্যদিবসে পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। এরপরও সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির, আর ২১২টির অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭০ কোটি টাকা বা দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৯২ কোটি টাকা বা দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা। এর আগে টানা চার সপ্তাহের পতনে বাজার মূলধন কমে ১২ হাজার ৭১২ কোটি টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৮১ লাখ টাকা বা ৩০ দশমিক ৭৮ শতাংশ।

এক সপ্তাহ টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে পার করছে দেশের পুঁজিবাজার। এরপরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ছয় শ কোটি টাকার ওপরে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল।
গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় দরপতন দিয়ে। পরের চার কার্যদিবসেও বেশ অস্থিরতা দেখা যায়। এক কার্যদিবসে সূচক কিছুটা বাড়লেই পরের কার্যদিবসে পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। এরপরও সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির, আর ২১২টির অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি টাকা, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭০ কোটি টাকা বা দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৯২ কোটি টাকা বা দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা। এর আগে টানা চার সপ্তাহের পতনে বাজার মূলধন কমে ১২ হাজার ৭১২ কোটি টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৮১ লাখ টাকা বা ৩০ দশমিক ৭৮ শতাংশ।

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
৬ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১৯ ঘণ্টা আগে